
Gujarat Election Zee-BARC Exit Poll: মধ্য গুজরাতে ব্যাপক ফল! মোদী রাজ্যে বিজেপি কটি আসন পাবে?
গুজরাতে আরও একবার ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। বিভিন্ন সংবাদমাধ্যমেই প্রকাশিত হয়েছে বুথফেরত সমীক্ষা। সব কটিতেই নরেন্দ্র মোদী-অমিত শাহের রাজ্যে গেরুয়া ঝড়ের আভাস দেওয়া হয়েছে। জি-বার্কের বুথফেরত সমীক্ষাও অনেক এগিয়ে রেখেছে শাসক দলকেই।

ফের ক্ষমতায় বিজেপি
১৯৯৫ সাল থেকে গুজরাতে ক্ষমতায় রয়েছে বিজেপি। ২০০২ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় এসেছিল সর্বাধিক ১২৭টি আসনে জিতে। অনেক সংবাদমাধ্যম এবার বুথফেরত সমীক্ষায় আভাস দিয়েছে বিজেপির আসন সেই ১২৭-কে এবার ছাপিয়ে যাবে। যদিও জি-বার্কের বুথফেরত সমীক্ষা অন্য ইঙ্গিতই দিয়েছে।

কার ঝুলিতে কত?
২০১৭ সালে বিজেপি বিধানসভা নির্বাচনে পেয়েছিল ৯৯টি আসন। এবার কোনওভাবেই সেঞ্চুরির কমে গেরুয়া বাহিনীকে থামতে হবে না বলেই বুথফেরত সমীক্ষায় ইঙ্গিত মিলেছে। জি (Zee)-বার্ক (BARC)-এর বুথফেরত সমীক্ষা অনুযায়ী বিজেপি গুজরাতে পেতে পারে ১১০ থেকে ১২৫টি আসন। কংগ্রেস পেতে পারে ৪৫ থেকে ৬০টি আসন। আপ খাতা খুলে পেতে পারে ১ থেকে ৫টি আসন। অন্যান্যদের ঝুলিতে যেতে পারে সর্বাধিক চারটি আসন।

সব বিভাগেই এগিয়ে বিজেপি
এই বুথফেরত সমীক্ষায় দেখা যাচ্ছে, এবার প্রথম যাঁরা ভোট দিলেন সেই ভোটাদের মধ্যে ৪৯ শতাংশই বিজেপিকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছেন। কংগ্রেস ৩২ শতাংশ, আপ ১৩ শতাংশ ও অন্যরা ৬ শতাংশ ভোট পাবে নতুন ভোটারদের কাছ থেকে। মহিলা ভোটারদের শতকরা হারে বিজেপি একাই ঘরে তুলতে পারে ৫২ শতাংশ ভোট, কংগ্রেস ৪১ শতাংশ, আপ ৪ শতাংশ ও অন্যরা ৩ শতাংশ। শহরের ভোটারদের মধ্যে বিজেপি পেতে পারে ৫২ শতাংশ ভোট, কংগ্রেস ৩৬ শতাংশ, আপ ৯ শতাংশ, অন্যরা ৩ শতাংশ। গ্রামীণ ভোটারদের মধ্যে বিজেপি পেতে পারে ৪৯ শতাংশ ভোট, কংগ্রেস ৪৪ শতাংশ ও আপ ৫ শতাংশ। জি-বার্কের সমীক্ষাতেও দেখা গিয়েছে বিজেপির ভালো ফলের পিছনে অবদান বেশি থাকবে মধ্য গুজরাতের।

গেরুয়া শিবিরের পালে হাওয়া
গুজরাতে এবার পরিবর্তনের ডাক দিয়েছিল কংগ্রেস। কিন্তু দেখা যাচ্ছে, গতবারের বিধানসভা ভোটে কংগ্রেস যা আসন পেয়েছিল তা কমে অর্ধেকও হয়ে যেতে পারে। বুথফেরত সমীক্ষায় নির্বাচনের ফলাফলের আগাম আভাস মিললেও সংখ্যা মিলিয়ে দেওয়ার বিষয়টি অনেক সময়ই হয় না। তবে সামগ্রিক নিরিখে মূল ফলের খুব বেশি ওলটপালট হয় না। কংগ্রেস আগের বিধানসভা নির্বাচনে ৭৭টি আসন পেয়ে এবার পরিবর্তনের ডাক দিয়েছিল। তবে প্রচারে সেভাবে ঝড় কুলতে পারেনি। অরবিন্দ কেজরিওয়ালের গ্যারান্টিও গুজরাতবাসীর মন জয় করতে পারেনি। আপকে তৃতীয় স্থানে শেষ করতে হবে বলে বুথফেরত সমীক্ষায় আভাস। শুধু তাই নয়, গুজরাত ও হিমাচল প্রদেশে বিশাল জয় ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে বিরোধীদের ছন্নছাড়া করে দেবে বলেই মত ওয়াকিবহাল মহলের।
Gujarat Election Zee-BARC Exit Poll: মধ্য গুজরাতে ব্যাপক ফল! মোদী রাজ্যে বিজেপি কটি আসন পাবে?