For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জিএসটির মতো সংষ্কারের জন্য ভারত অপেক্ষায় ছিল : অমিত শাহ

বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলেছেন, এই ধরনের কর সংষ্কারেরই অপেক্ষায় ছিল গোটা দেশ।

  • |
Google Oneindia Bengali News

শুক্রবার মধ্যরাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের উপস্থিতি ও পৌরহিত্যে সারা দেশে আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল জিএসটি বা পণ্য ও পরিষেবা করের। এই উপলক্ষ্যে সংসদে বিরোধী দল কংগ্রেসের কেউ সেন্ট্রাল হলে উপস্থিত না থেকে অনুষ্ঠান বয়কট করেছে। [আরও পড়ুন : জিএসটি-র চালু করার পিছনে মূল কারিগর কারা?]

জিএসটি নিয়ে অনেকরকম বক্তব্য উঠে এসেছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ যেমন বলেছেন, এই ধরনের কর সংষ্কারেরই অপেক্ষায় ছিল গোটা দেশ। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি ও সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের অভিনন্দন জানাচ্ছি। ভারতে এখন একটাই বাজার হবে। জিএসটির ফলে পিছিয়ে পড়া রাজ্য, গরিব, পদদলিত মানুষের উত্থান হবে। [আরও পড়ুন : অন্য দেশগুলিতে কীভাবে ও কবে জিএসটি বলবৎ হয়েছে জানেন কি]

জিএসটির মতো সংষ্কারের জন্য ভারত অপেক্ষায় ছিল

কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও এই ঘটনাকে ঐতিহাসিক বলে ব্যাখ্যা করেছেন। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি এই ঘটনায় প্রাক্তন সব সরকারকে ধন্যবাদ জানিয়েছে। কংগ্রেস সভায় আসেনি। ঈশ্বর ওদের সুবুদ্ধি দিক। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং আবার কিছুটা সতর্ক হয়ে জানিয়েছেন, গোটা বিষয়টা ধীরে ধীরে সকলের কাছে ফুটে উঠবে। [আরও পড়ুন : শুধু জিএসটি নয়, ১ জুলাই থেকে আরও অনেক কিছু বদলে গিয়েছে, জানুন এখুনি]

জিএসটির মতো সংষ্কারের জন্য ভারত অপেক্ষায় ছিল : অমিত শাহ

এদিকে রেলমন্ত্রী সুরেশ প্রভু যেমন জানিয়েছেন, করের সরলীকরণ হতে চলেছে আগামিদিনে। কর আদায়ও সহজ হবে। সাধারণ মানুষ কর দিতে হয়রানির শিকার হবেন না। আর এক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সন্তোষ গাংওয়ার জানিয়েছেন, সবকিছুই নজরে রাখা হয়েছে। জিএসটি কাউন্সিল যখনই প্রয়োজন পড়বে তারা বৈঠকে বসবে।

English summary
GST is the tax reform India has been waiting for: Amit Shah
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X