For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাড়ছে উদ্বেগ! গত সপ্তাহে গোটা বিশ্বে মোট করোনা আক্রান্তের সিংহভাগই ভারতের

গত সপ্তাহে গোটা বিশ্বে মোট করোনা আক্রান্তের ২৬ শতাংশ ভারতের

  • |
Google Oneindia Bengali News

ইতিমধ্যেই দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩২ লক্ষ ছুঁইছুঁই। পাশাপাশি মৃতের সংখ্যাও ৫৮ হাজার পার করেছে। এদিকে পরিসংখ্যান বলছে বর্তমানে গোটা বিশ্বে করোনা আক্রান্ত প্রতি ৮ জনে একজনই ভারতের নাগরিক। পাশাপাশি গত সপ্তাহে বিশ্বব্যাপী মোট করোনা আক্রান্তের চার ভাগের একভাগই ভারত থেকে বলে জানা যাচ্ছে।

বাড়ছে উদ্বেগ! গত সপ্তাহে গোটা বিশ্বে মোট করোনা আক্রান্তের সিংহভাগই ভারতের

সূত্রে খবর, গত সপ্তাহে বিশ্বে মোট করোনা আক্ন্তের ২৬.২ শতাংশই ভারতের নাগরিক। পাশাপাশি মোট মৃতের সংখ্যার ১৬.৯ শতাংশ ভারতের। যদিও গতকাল অর্থাৎ সোমবার ভারতে করোনা আক্রান্তের সঙ্গে বেশকিছুটা পারাপতন লক্ষ্য করা যায়। গত একসপ্তাহের তুলানায় এদিন বেশ কিছুটা কমই ছিল নতুন আক্রান্তের সংখ্যা।

এদিকে গত সপ্তাহে গোটা ভারতে প্রায় সাড়ে চার লক্ষ করোনা আক্রান্তের খোঁজ মেলে। এদিকে যথেষ্ট উদ্বেগজনক ভাবে গত প্রায় তিন সপ্তাহের কাছাকাছি সময় ধরে দৈনিক করোনা আক্রান্তের ক্ষেত্রে শীর্ষ স্থানে ছিল ভারত। মৃত্যুর সংখ্যাতেও পিছনে পড়ছিল অনেক করোনা কবলিত দেশই। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে সোমবার ভারতে করোনা আক্রান্ত হন ৫৯ হাজার ৪১। পাশাপাশি মারা যান ৮৪৮ জন।

করোনা আবহে কাজে ফিরছেন পুরুষরা, এনআরইজিএসে কমছে মহিলাদের যোগদান করোনা আবহে কাজে ফিরছেন পুরুষরা, এনআরইজিএসে কমছে মহিলাদের যোগদান

English summary
growing anxiety india accounted for the lions share of the worlds coronavirus attacks last week
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X