For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যোগীর রাজ্যে বকরি ঈদে কোলাকুলিতে মানা, কারণ জানলে অবাক হবেন

বকরি ঈদে ঐতিহ্যবাহী কোলাকুলিতে অংশ নিচ্ছেন না মুসলমান আমজনতা। এতে ধর্মীয় কোনও বাধানিষেধ নেই। পিছনে রয়েছে একেবারেই স্বাস্থ্য সম্বন্ধীয় কারণ।

  • |
Google Oneindia Bengali News

মুসলমান ধর্মগুরুদের পরামর্শ মেনে ঈদ আল-আধা বা বকরি ঈদে ঐতিহ্যবাহী কোলাকুলিতে অংশ নিচ্ছেন না মুসলমান আমজনতা। তবে এতে ধর্মীয় কোনও বাধানিষেধ নেই। নেই যোগী আদিত্যনাথ সরকারের চাপানো কোনও নির্দেশও। পিছনে রয়েছে একেবারেই স্বাস্থ্য সম্বন্ধীয় কারণ।

যোগীর রাজ্যে বকরি ঈদে কোলাকুলিতে মানা, কারণ জানলে অবার হবেন

উত্তরপ্রদেশে এখনও পর্যন্ত ৬৬ জন মানুষ সোয়াইন ফ্লুয়ের কারণে মারা গিয়েছেন। সেইকথা মাথায় রেখে উৎসবের দিনে একে অপরকে অভিনন্দন জানানোর কথা বললেও শুধুমাত্র কোলাকুলি যাতে এবছর অন্তত বাদ দেওয়া হয় তার জন্য অনুরোধ করা হয়েছে।

মুসলমান মৌলবীদের এই নির্দেশ বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, ও অন্যান্যদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে যাতে তা সাধারণ মুসলমান সমাজের কাছে পৌঁছে যায়। বলা হয়েছে, এবছর অন্তত হাত মেলানোতেই একে অপরকে অভিনন্দন ও উষ্ণতার বার্তা পৌঁছে দিতে হবে।

মুসলমান মৌলবীদের মতে, উৎসব করতে গিয়ে মানুষ ছোঁয়াচে রোগে প্রাণ চলে গেল তা হতে পারে না। মানুষের প্রাণের চেয়ে ধর্ম বড় নয়। তাছাড়া বেশি ভিড় এলাকা থেকেও সরে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। যাতে সোয়াইন ফ্লুয়ের ভাইরাস ছড়াতে না পারে।

এর আগে যোগীর রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সিদ্ধার্থনাথ সিং রাজ্যবাসীকে সতর্ক করে জানিয়েছেন, বর্ষার মরশুমে সোয়াইন ফ্লু ও এনকেফেলাইটিসের মতো রোগের প্রকোপ বেশি ছড়ায়। ফলে সকলে সতর্ক থাকবেন।

English summary
Greet but don't hug each other in this Eid al-Adha or Bakr Eid, says Uttar Pradesh Muslim clerics
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X