For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Standing Committee on Cigarette: ধূমপায়ীদের জন্য খারাপ খবর! 'লুজ' সিগারেট নিয়ে স্ট্যান্ডিং কমিটির কড়া অবস্থান

আপনি কি ধূমপায়ী? আপনি কি লুজ সিগারেট কেনেন? তাহলে আপনার স্বভাজ খুব তাড়াতাড়ি বদলাতে হবে। না হলে মুশকিলে পড়বেন। তামাকজাত জিনিসের ব্যবহারে বাধা তৈরি করতে সরকার লুজ সিগারেট বিক্রি নিষিদ্ধ করার পরিকল্পনা করেছে। সংসদের স

  • |
Google Oneindia Bengali News

আপনি কি ধূমপায়ী? আপনি কি লুজ সিগারেট কেনেন? তাহলে আপনার স্বভাজ খুব তাড়াতাড়ি বদলাতে হবে। না হলে মুশকিলে পড়বেন। তামাকজাত জিনিসের ব্যবহারে বাধা তৈরি করতে সরকার লুজ সিগারেট বিক্রি নিষিদ্ধ করার পরিকল্পনা করেছে। সংসদের স্ট্যান্ডিং কমিটি তামাকজাত পণ্যের ব্যবহার নিয়ন্ত্রণে লুজ সিগারেট বিক্রির ওপরে নিষেধাজ্ঞার সুপারিশ করেছে।

লুজ সিগারেট বিক্রির জন্য প্রভাব

লুজ সিগারেট বিক্রির জন্য প্রভাব

সংসদীয় স্থায়ী কমিটি মনে করছে, লুজ সিগারেট বিক্রির জন্যই তামাক নিয়ন্ত্রণ অভিযানে প্রভাব পড়ছে। কমিটির তরফে সব বিমানবন্দরকে স্মোকিং জোন মুক্ত করার পরামর্শ দেওয়া হয়েছে।

বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রস্তাব

বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রস্তাব

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, তামাক নিয়ন্ত্রণে ভারত সরকারের উচিত তামাকজাত পণ্যের ওপরে ৭৫% জিএসটি ধার্য করা। উল্লেখ করা যেতে পারে, এই মুহূর্তে দেশের বিড়ির ওপরে ২২ শতাংশ, সিগারেটের ওপরে ৫৩ শতাংশ, ধোঁয়াহীন তামাকজাত পণ্যের ওপরে ৬৪ শতাংশ জিএসটি রয়েছে। সংসদীয় স্থায়ী কমিটি লক্ষ্য করেছে, জিএসটি যুক্ত করার পরেও তামাকজাত পণ্যের ওপরে কর সেরকম বাড়েনি।

সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ

সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ

  • সংসদীয় স্থায়ী কমিটি বলেছেন লুজ সিগারেট বিক্রিতে নিষেধা়জ্ঞা
  • সব বিমানবন্দরকে স্মোকিং জোন মুক্ত করা
  • তামাকজাত পণ্যের জিএসটি বৃদ্ধি
  • এছাড়াও কমিটি বলেছে অ্যালকোহল এবং তামাকজাক পণ্য ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে তোলে
ভারতে প্রতি বছর তিনলক্ষ মানুষের মৃত্যু

ভারতে প্রতি বছর তিনলক্ষ মানুষের মৃত্যু

ভারতে ধূমপানজনিত মৃত্যুর পরিসংখ্যানও উদ্বেগজনক। প্রতিবছর এই কারণে প্রায় তিনলক্ষ মানুষ মারা যায়। আর তামাকজাত পণ্যের ব্যবহারের কারণে মৃত্যু হয় প্রায় ১২ লক্ষ মানুষের। ইতিমধ্যে পাবলিক প্লেসে ধূমপান নিষিদ্ঝ করা হয়েছে। নিয়ম ভাঙলে ২০০ টাকা পর্যন্ত জরিমানার সংস্থান রয়েছে। এছাড়াও সরকারের তরফে তামাকজাত পণ্যের বিজ্ঞাপনও নিষিদ্ধ করেছে আগেই। ২০২০ সাল থেকে তামাকজাত পণ্যের প্যাকেটে নতুন সতর্কবার্তা লেখা হচ্ছে। যদি তারপরেও পরিস্থিতির তেমন কোনও পরিবর্তন হয়নি।

Suvendu Adhikari: প্রাথমিক টেটেও 'কারসাজি'! 'ভেজাল হিন্দু' মমতাকে নিয়ন্ত্রণে ওয়ান নেশন-ওয়ান পুলিশের দাওয়াইSuvendu Adhikari: প্রাথমিক টেটেও 'কারসাজি'! 'ভেজাল হিন্দু' মমতাকে নিয়ন্ত্রণে ওয়ান নেশন-ওয়ান পুলিশের দাওয়াই

English summary
Govts plan to ban as Standing Committee of Parliament recommends ban on selling single Cigarettes
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X