For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

C-295 এয়ারক্র্যাফট কিনতে AirbusDefence এর সঙ্গে চুক্তি! ভারতীয় বায়ুসেনার জন্যে বিমান বানাবে টাটা

একেবারে ভারতের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে চিন-পাকিস্তান। এই অবস্থায় ভারতের উদ্বেগ বাড়িয়েছে আফগানিস্তানের মাটিতে তালিবানদের উপস্থিতি। এই অবস্থায় নিজেদের শক্তি বাড়াতে চলেছে ভারত। ভারতীয় বায়ুসেনার জন্যে c-295 অত্যাধুনিক এয়ার

  • |
Google Oneindia Bengali News

একেবারে ভারতের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে চিন-পাকিস্তান। এই অবস্থায় ভারতের উদ্বেগ বাড়িয়েছে আফগানিস্তানের মাটিতে তালিবানদের উপস্থিতি। এই অবস্থায় নিজেদের শক্তি বাড়াতে চলেছে ভারত। ভারতীয় বায়ুসেনার জন্যে c-295 অত্যাধুনিক এয়ারক্রাফট কিনতে চলেছে ভারত।

যদিও এই বিমানগুলি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট হিসাবেই বেশি পরিচিত। এমন ৫৬টি বিমান কিনতে চলেছে ভারত।

C-295 এয়ারক্র্যাফট কিনতে AirbusDefence এর সঙ্গে চুক্তি ভারতের

আর সেই কারনে স্পেনের এয়ারবাস ডিফেন্স এবং স্পেসের (AirbusDefence & Space) সঙ্গে চুক্তি সারল ভারত।

জানা গিয়েছে অত্যাধুনিক এই এয়ারক্রাফটগুলি ভারতীয় বায়ুসেনার (Indian Air Force) ব্যবহৃত Avro-748 বিমানের জায়গাতে নিয়ে আসা হবে। গত কয়েক সপ্তাহ আগে দেশের সুরক্ষা ব্যবস্থা নিয়ে গঠিত cabinet committee এই সমস্ত অত্যাধুনিক ট্রান্সপোর্ট এয়ারক্রাফট কেনার জন্যে ছাড়পত্র দেয়।

আর এরপরেই টুইট করে জানানো হয় যে, ভারতীয় বায়ুসেনার জন্যে 56 টি C-295 ট্রান্সপোর্ট এয়ারক্র্যাফট কেনার জন্যে স্পেনের AirbusDefence & Space এর সঙ্গে চুক্তি হতে চলেছে।

আর সেই মতো আজ শুক্রবার সেই চুক্তি করা হয়। তবে চুক্তি অনুযায়ী এই কাজ যৌথ ভাবে করবে AirbusDefence এবং Tata Advanced Systems Limited। মোদী সরকারের মেক ইন ইন্ডিয়া প্রজেক্টের মাধ্যমে অত্যাধুনিক এই এয়ারক্র্যাফটগুলি তৈরি করা হবে।

চুক্তি মোতাবেক, চুক্তি হওয়ার ৪৮ মাসের ভিতর ১৬ এয়ারক্র্যাফট ডেলিভারি করার কথা বলা হয়েছে। এর পাশাপাশি বাকি ৪০টি এয়ারক্র্যাফট TASL এর মাধ্যমে ভারতে অ্যাসেম্বল করা হবে। মোট চুক্তি ১০ বছরের জন্যে করা হয়েছে। ভারতীয় বায়ুসেনা চাইছে যত দ্রুত এই এয়ারক্র্যাফটগুলি হাতে পেতে।

যেভাবে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে চিন এবং পাকিস্তান তাতে এই সমস্ত এয়ারক্র্যাফটগুলির প্রয়োজন রয়েছে বলে মনে করা হচ্ছে। প্রতিরক্ষামন্ত্রকের তরফে জানানো হয়েছে, c-295 ডেলিভারি শেষ না হওয়ার আগেই পুরানো বিমানগুলিকে দ্রুত সারিয়ে তোলা হবে। অন্যদিকে 56 টি C-295 ট্রান্সপোর্ট এয়ারক্র্যাফটের মধ্যে দেশীয় প্রযুক্তিতে তৈরি electronic warfare suite বসানো হবে।

উল্লেখ্য, টাটা ট্রাস্টের চেয়ারম্যান রতন টাটা এই ঐতিহাসিক চুক্তি সম্পাদনের জন্য এয়ারবাস ডিফেন্স, টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়কে অভিনন্দন জানিয়েছেন। তিনি এই চুক্তিকে ঐতিহাসিক পদক্ষেপ বলে উল্লেথ করে টুইট করেছেন। এটি এই ধরনের প্রথম প্রকল্প যার অধীনে ভারতের কোনও বেসরকারি কোম্পানি সামরিক বিমান তৈরি করবে। বলা প্রয়োজন সামরিক ভাবে ক্রমশ উন্নতি করছে দেশ। বৃহস্পতিবারও মার্কিন সফরে গিয়ে ড্রোন নিয়ে প্রধানমন্ত্রী মোদী কথা বলেছেন। সামরিক ক্ষেত্র নিয়ে সে দেশের এক সংস্থার সঙ্গে আলোচনা হয়েছে মোদীর।

English summary
Govt of India signs MoU with Airbus Defence to purchase 56 C-295 aircrafts
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X