For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশে অক্সিজেন ঘাটতি কাটাতে ৫৫১ টি প্ল্যান্টের পরিকল্পনা মোদী সরকারের , গুরুত্বপূর্ণ নির্দেশ বন্দরগুলিকে

  • |
Google Oneindia Bengali News

দেশের প্রবল সংকটে রয়েছে মেডিক্যাল অক্সিজেনের পরিস্থিতি। দেশের একাধিক রাজ্যে এই অক্সিজেনের পরিমাণে ঘাটতির ঘটনা কার্যত কোভিডের গ্রাসের কাছে অসহায় অবস্থায় ফেলেছে মানুষকে। এমন পরিস্থিতিতে দেশের সমস্ত বড় বন্দরে অক্সিজেনবাহী বা অক্সিজেনের সরঞ্জামবাহী জাহাজে শুল্ক মুকুব করল কেন্দ্র। এদিকে দেশে অক্সিজেনের ঘাটতি কাটাতে ৫৫১ টি প্ল্যান্টের পরিকল্পনা নিয়েছে কেন্দ্র। যার অর্থের যোগান আসবে পিএম কেয়ার ফান্ড থেকে।

বড় পদক্ষেপ

বড় পদক্ষেপ

কেন্দ্রের তরফে এদিন নয়া নির্দেশিকায় জানানো হয়েছে, দেশের সমস্ত বড় বন্দরে যেন মেডিক্যাল অক্সিজেন ও অক্সিজেন সরঞ্জামবাহী জাহাজগুলির শুল্ক মুকুব করে দেওয়া হয়। এই সমস্ত জাহাজ বা কার্গোকে বাড়তি গুরুত্বের দাবি সরকারের।

অমিত শাহের টুইট

অমিত শাহের টুইট

এদিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তরফে একটি টুইটে বলা হয়েছে, অক্সিজেনের সমস্যা কাটাতে সরকারের নয়া সিদ্ধান্ত একটি বড় ঘটনা। তিনি জানান, ৫৫১ পিএসএ অক্সিজেন জেনারেশন প্ল্যান্টর জন্য অর্থ একত্রিত করার যে উদ্যোগ প্রধানমন্ত্রী শুরু করেছেন , তার জন্য প্রধানমন্ত্রীকে তিনি ধন্যবাদ জানাতে চান। প্রসঙ্গত দেশ জুড়ে এবার ৫৫১ টি অক্সিজেন প্ল্যান্ট এবার তৈরি হবে।

অক্সিজেন ও হাহাকার

অক্সিজেন ও হাহাকার

কয়েকদিন আগেই দিল্লির এক প্রাইভেট হাসপাতালের চিকিৎসক , ক্যামেরার সামনেই কান্নায় ভেঙে পড়েন তাঁর হাসপাতালে অক্সিজেনের কমতি নিয়ে কথা বলার সময়। তিনি জানিয়েছেন তখন , তাঁর হাসপাতালে মাত্র ২ ঘণ্টার মতো আর অক্সিজেন রয়েছে এমন করুণ পরিস্থিতি দিল্লি জুড়ে রয়েছে। এমন পরিস্থিতি রয়েছে অন্যান্য রাজ্যেও। কোভিডের মারণ ভাইরাসের হাত ধরে দেশে সংক্রমণের মাত্রা বাড়তেই দেখা যাচ্ছে করোনা রোগীদের শ্বাসকষ্টের সমস্যা। তার জেরেই চাহিদা বাড়ছে মেডিক্যাল অক্সিজেনের।

অক্সিজেন নেই মন কি বাত করছেন! মোদীকে 'সুনার বঙ্গাল' কটাক্ষে বিঁধলেন মমতাঅক্সিজেন নেই মন কি বাত করছেন! মোদীকে 'সুনার বঙ্গাল' কটাক্ষে বিঁধলেন মমতা

মোদীর বার্তা

মোদীর বার্তা

এদিকে, মেডিক্যাল অক্সিজেনের অপ্রতুলতার জেরে দেশে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে, তা মেটাতে দফায় দফায় বিভিন্ন মহলের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন 'মন কি বাত' অনুষ্ঠানে সেকথা জানিয়ে মোদী বলেন আতঙ্কিত না হয়ে কোভিড বিধি মেনে চলা উচিত।

English summary
Govt Directs Major Ports to Waives Charges for Ships Carrying O2, 551 Oxygen related equipment
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X