For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সেনাপ্রধান রাওয়াতের 'বিতর্কিত' মন্তব্যের পাশে কেন্দ্র

কিছুদিন আগেই কাশ্মীরে পাথর ছুঁড়ে প্রতিবাদ জানানো স্থানীয়দের নিয়ে সেনাপ্রধান বিপিন রাওয়াতের মন্তব্যের জেরে শুরু হয় বিতর্ক। সেই বিতর্ককে কেন্দ্র করে, জেনারেল রাওয়াতের পাশে দাঁড়াল কেন্দ্রীয় সরকার।

  • |
Google Oneindia Bengali News
নয়াদিল্লি, ১৭ ফেব্রুয়ারি : কিছুদিন আগেই কাশ্মীরে, সেনার বিরুদ্ধে পাথর ছুঁড়ে প্রতিবাদ জানানো স্থানীয়দের নিয়ে সেনাপ্রধান বিপিন রাওয়াতের মন্তব্যের জেরে শুরু হয় বিতর্ক। সেই বিতর্ককে কেন্দ্র করে জেনারেল রাওয়াতের পাশে দাঁড়াল কেন্দ্রীয় সরকার।

প্রধানমন্ত্রীর দফতরের রাষ্ট্রমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং জানিয়েছেন, রাজনৈতিক দল গুলি যেন দলমত নির্বিশেষে সেনার পাশে দাঁড়ান। এনিয়ে রাজনৈতিক দলগুলি বিতর্ক বাড়াচ্ছে বলে তিনি দাবি করেছেন । কংগ্রেস সাংসদ গুলাম নবি আজাদ ,রাজ্যসভায় সেনা প্রধানের মন্তব্যকে অনভিপ্রেত বলে দাবি করেছেন। তারপরই বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের তরফে মন্ত্রী জিতেন্দ্র সিং -এর মন্তব্য উঠে আসে।

সেনাপ্রধান রাওয়াতের 'বিতর্কিত' মন্তব্যের পাশে কেন্দ্র

এর আগে, সেনাপ্রধান বিপিন রাওয়াতের মন্তব্যকেই সমর্থন করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু বলেন, দেশের নিরাপত্তার স্বার্থেই কাশ্মীরে পাথর নিক্ষেপকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত। এদিকে, সেনা প্রধান রাওয়াতের মন্তব্যের পরই আজ কাশ্মীর প্রশাসনের তরফে এক নির্দেশিকা জারি করা হয়। তাতে বলা হয়, সেনার 'এনকাউন্টারের' সময় যেন কোনও স্থানীয় কাশ্মীরি ঘটনাস্থলে না থাকেন।

প্রসঙ্গত উল্লেখ্য সেনা প্রধান বিপিন রাওয়াত এর আগে বলেন, কাশ্মীরে সন্ত্রাস দমনে ভারতীয় সেনার 'এনকাউন্টারের' সময়, যারা সে কাজে বাঁধা দেন তাদেরও পরোক্ষে 'জঙ্গি' হিসাবেই ধরে নেওয়া হবে। পাশাপাশি তিনি জানান, কাশ্মীরের মাটিতে যারা পাকিস্তানের বা আইএসআইএস -এর পতাকা ওড়ায় তারা 'দেশদ্রোহী'। প্রয়োজনে এদের গুলি করতে পিছপা হবে না ভারতীয় সেনা।

English summary
Union minister of the state for the Prime Minister's Office (PMO) Dr Jitendra Singh also asked political parties to desist from politicising the Army.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X