For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুঘলসরাই স্টেশনের নাম বদল! নির্দেশিকা জারি যোগী সরকারের

এবার সরকারিভাবেই নামবদলের প্রস্তাবে স্বীকৃতি। উত্তরপ্রদেশের রাজ্যপাল রাম নায়েক মুঘলসরাই স্টেশনের নাম বদলের রাজ্য সরকারের প্রস্তাবে তাঁর সম্মতি দিয়েছেন। এবার মুঘলসরাই স্টেশনের নাম দীনদয়াল উপাধ্যায় নগর

  • |
Google Oneindia Bengali News

এবার সরকারিভাবেই নামবদলের প্রস্তাবে স্বীকৃতি। উত্তরপ্রদেশের রাজ্যপাল রাম নায়েক মুঘলসরাই স্টেশনের নাম বদলের রাজ্য সরকারের প্রস্তাবে তাঁর সম্মতি দিয়েছেন। এবার থেকে মুঘলসরাই স্টেশনের নাম দীনদয়াল উপাধ্যায় নগর। উত্তর প্রদেশ সরকার বিষয়টি নিয়ে নির্দেশিকাও জারি করেছে। কংগ্রেস এবং সমাজবাদী পার্টির মতো বিরোধীরা অবশ্য মুঘলসরাইয়ের নাম বদলে যোগী সরকারের পদক্ষেপের বিরোধিতা করেছে।

মুঘলসরাই স্টেশনের নাম বদল! নির্দেশিকা জারি যোগী সরকারের

গতবছরের জুন মাসে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ক্যাবিনেট বৈঠকে এই নাম বদলের প্রস্তাবের অনুমোদন দিয়েছিলেন। এরপরেই তা রেলমন্ত্রকের কাছে পাঠিয়ে দেওয়া হয়। রেলমন্ত্রকের অনুমোদনের পর তা পাঠানো হয় রাজ্যপালের কাছে।

এই সিদ্ধান্তের মাধ্যমে দীনদয়াল উপাধ্যায়ের ভাবাদর্শের প্রতি বিজেপির আনুগত্য ফের প্রকাশ করা হল বলেই মনে করছেন রাজনীতিবিদদের একাংশ। ১৯৮৬ সালে মুঘলসরাই স্টেশনের কাছে ট্রেনের মধ্যেই তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়।
উত্তর প্রদেশের চান্দৌলি জেলার অন্তর্গত এই শহরের দূরত্ব বারানসি থেকে ২০ কিমি। অন্যদিকে মুঘলসরাই প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর জন্মস্থান।
বিখ্যাত রেলস্টেশনের নামের পরিবর্তন এবারই প্রথম নয়। এর আগে মুম্বইয়ের ভিক্টোরিয়া টার্মিনাস স্টেশনের নাম পরিবর্তন করে ছত্রপতি শিবাজী টার্মিনাস রাখা হয়েছিল।

মুঘলসরাই স্টেশন দেশের চতুর্থ ব্যস্ততম রেল স্টেশন এবং হাওড়া দিল্লি গ্র্যান্ড-কর্ড লাইনে অবস্থিত।

কংগ্রেস এবং সমাজবাদী পার্টির মতো বিরোধীরা অবশ্য মুঘলসরাইয়ের নাম বদলে যোগী সরকারের পদক্ষেপের বিরোধিতা করেছে।

যোগী সরকার জেলার নগর পঞ্চায়েতের নামও পরিবর্তনের প্রস্তাব দিয়েছে। নতুন নাম হবে দীনদয়াল উপাধ্যায় আদর্শ নগর পঞ্চায়েত। তবে এখনও এটির ঘোষণা বাকি রয়েছে।

English summary
Governor Ram Naik gives his consent, Mughalsarai is now Deen Dayal Upadhyaya Junction
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X