For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তিন তালাক বিল আজ রাজ্য সভায়! হুইপ জারি বিজেপির

দ্বিতীয়বার দিল্লির তখতে বসে তিন তালাক বিল নিয়ে ফের তৎপরতা শুরু করে দিল মোদী সরকার।

  • |
Google Oneindia Bengali News

দ্বিতীয়বার দিল্লির তখতে বসে তিন তালাক বিল নিয়ে ফের তৎপরতা শুরু করে দিল মোদী সরকার। এর আগে বিলটি লোকসভায় পাশ হলেও , রাজ্য সভায় এবার পেশ হতে চলেছে। প্রসঙ্গত, তিন তালাক বিল নিয়ে দেশের রাজনীতি তোলপাড় হলেও , মোদী সরকার এ নিয়ে ছিল অনড়।

তিন তালাক বিল আজ রাজ্য সভায়

প্রসঙ্গত সুপ্রিম কোর্টের নির্দেশের পরও তাৎক্ষণিক তালাক প্রথা জারি রয়েছে দেশের বিভিন্ন অংশে। সাম্প্রতিক ঘটনা ওক ভোজপুরী অভিনেত্রীকে নিয়েই ঘটে গিয়েছে। তাঁর দাবি, তাঁর স্বামী তাঁকে স্ট্যাম্প পেপারে তালাকনামা পাঠিয়েছেন। প্রসঙ্গত, এই তিন তালাক বিল পেশ হতে চলেছে রাজ্যসভায় আজই। তার আগে বিজেপির তরফে সমস্ত লোকসভা ও রাজ্যসভা সাংসদদের জন্য হুইপ জারি করে সংসদে উপস্থিত থাকতে বলা হয়েছে।

মুসলিম মহিলা (বিবাহ সংক্রান্ত নিরাপত্তার অধিকার) ২০১৯ বিলটি নিয়ে আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ এর আগে বক্তব্য রাখতে উঠেই জানান, যে যারা এই আইনি নিয়ম ভাঙবে তাদের কঠোর শাস্তিও হওয়া উচিত।প্রসঙ্গত ১৬ তম লোকসভায় এই বিল পাশ হলেও, রাজ্যসভায় বিল পাশ এখনও হয়নি। ফলে,আজ এই বিল নিয়ে বিজেপি কোনপথে এগিয়ে যায়, তার দিকে নজর রয়েছে সকলের।

English summary
The Narendra Modi government is likely to move the Muslim Women (Protection of Rights on Marriage) Bill (Triple Talaq Bill), 2019 in Rajya Sabha, on Tuesday.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X