For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সরকারে দায়িত্ব হিংসা আটকানো, গ্রেফতার করা হোক নূপুর শর্মাকে, দাবি ওয়েসির

  • |
Google Oneindia Bengali News

বিজেপি ইতিমধ্যেই তাঁকে দল থেকে বহিষ্কার করেছে৷ তিনি নিজেও ক্ষমা চেয়েছেন তাঁর বক্তব্যের জন্য৷ কিন্তু এতেও কমছে না ক্ষোভ এক শ্রেণীর উন্মত্ত জনতার৷ সারাদেশের বিভিন্ন অংশে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন মুসলিমরা৷ কখনও কখনও সেই বিক্ষোভ হিংসার আকারও নিচ্ছে বলে অভিযোগ উঠছে৷ এবার এ বিষয়ে বক্তব্য রাখলেন আইমিম প্রধান আসাদউদ্দিন ওয়েসি। শুক্রবারের নামাজের পরে বেশ কয়েকটি রাজ্যে যে হিংসার ঘটনা ঘটেছে তাঁর প্রাথমিক প্রতিক্রিয়ায় ওয়েসি বলেন যে, সরকারকেই নিশ্চিত করতে হবে যে কোথাও যেন হিংসার ঘটনা না ঘটে৷ সঙ্গেই ওয়েসি দাবি করেন অনেক জায়গায় বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল।।

গ্রেফতার করা হোক নূপুর শর্মাকে, দাবি ওয়েসির

এরপরই ওয়েসি বহিষ্কৃত বিজেপি মুখপাত্র নূপুর শর্মাকে গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেছেন যে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিলম্ব হচ্ছে। দেশের বড় অংশের মুসলিম সমাজের বিক্ষোভ কমাতে নূপুর শর্মাকে গ্রেফতার করা উচিৎ বলেই ওয়েসি দাআি করেন৷ এদিন আইমিম প্রধান বলেন, 'কিছু জায়গায় বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল৷ আবার অনেক জায়গায় হিংসতা হয়েছে৷ এটা কখনোই হওয়া উচিত ছিল না। কারও হিংসায় লিপ্ত হওয়া উচিত নয়৷ পুলিশের উচিৎ নয় আইন হাতে নেওয়া৷ কারণ গতকাল রাঁচিতে পুলিশের গুলিতে দু'জন মারা গিয়েছে।'

ওয়েসি আরও যোগ করেছেন, কোনও ধরনের হিংসাই হওয়া উচিত নয়৷ হিংসা আটকানো গণতন্ত্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ৷ কিন্তু এটা সরকারের দায়িত্ব৷' এরপর উত্তর প্রদেশে হিংসা ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে কথা বলতে গিয়ে ওয়াইসি বলেন, 'কারো বাড়ি ধ্বংস করার অধিকার নেই সরকারের৷ আপনি (সরকার) শাস্তি নির্ধারণ করতে পারেন না৷ শাস্তি নির্ধারণ করা আদালতের কাজ৷ আপনি কি প্রধান বিচারপতি নাকি আদালত? আপনি যদি সব কিছু ঠিক করবেন তাহলে বিচারকের কী দরকার?'

আইমিম প্রধান আরও বলেছেন যে নূপুর শর্মাকে গ্রেপ্তার করা হয়নি, তাকে এই দেশের আইন অনুযায়ী গ্রেপ্তার করা উচিত। তিনি বলেন, 'এত দিন ধরে কেন তাকে(নূপুর শর্মাকে) গ্রেফতার করা হচ্ছে না৷ তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত৷ যদি বিজেপি ভেবে থাকে যে তার বহিষ্কারই বিষয়টি সমাধান করবে তবে এটি ভুল ভাবনা৷ আমাদের দাবি তাকে গ্রেপ্তার করতে হবে৷'

English summary
Government's responsibility to prevent violence, Nupur Sharma should be arrested, says Owaisi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X