For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুলিশি তদন্তে গতি আনতে নয়া ভাবনা সরকারের

পুলিশি তদন্তে গতি আনতে নয়া ভাবনা সরকারের

  • |
Google Oneindia Bengali News

শীঘ্রই দেশের ছয়টি কেন্দ্রীয় ফরেনসিক পরীক্ষাগারের পরিকাঠাগত উন্নয়নের পথে হাঁটতে চলেছে কেন্দ্র সরকার। মারাত্মক ও জঘন্য অপরাধ গুলির দ্রুত বিজ্ঞানসম্মত তদন্তের স্বার্থে এই পদক্ষেপ বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

পুলিশি তদন্তে গতি আনতে নয়া ভাবনা সরকারের


সূত্রের খবর, ফরেনসিক সাইকোলজির ক্ষেত্রে ফরেনসিক সায়েন্স সার্ভিসের অধি দপ্তরের অধীনে ছয়টি কেন্দ্রীয় ফরেনসিক বিজ্ঞান পরীক্ষাগার বা সিএফএসএল-র পরিকাঠামোগত উন্নয়নের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। তার মধ্যে রয়েছে চণ্ডীগড়, হায়দরাবাদ, কলকাতা, ভোপাল, পুনে এবং গুয়াহাটি এই ছয় জায়গার সিএফএসএল।

এই প্রসঙ্গে ইতিমধ্যে কেন্দ্রের তরফে বিশেষজ্ঞদের পরমর্শ নেওয়া হয়েছে বলেও শোনা যাচ্ছে। গুরুতর ও জঘন্য অপরাধের ক্ষেত্রে আরও দক্ষ ও বৈজ্ঞানিক তদন্তের সুবিধার্থেই সরকার উদ্যোগ বলে জানা যাচ্ছে। এই বিষয়ে যৌথভাবে গবেষণা ও পরিচালনার সম্প্রতি আমেদাবাদের ফরেনসিক বিজ্ঞান বিশ্ববিদ্যালয় (জিএফএসইউ), নয়া দিল্লীর ফোরেনসিক বিজ্ঞান পরিষেবা অধিদপ্তর এবং গুজরাটের বিহেভেরিয়াল সায়েন্স ইনস্টিটিউটের মধ্যে একটি সমঝোতা স্মারকও (এমওইউ) কার্যকর করা হয়েছে বলে জানা যাচ্ছে।

এই সমঝোতা স্মারকটি শিক্ষাবিদ ও অনুশীলনকারীদের মধ্যে অংশীদারিত্ব বাড়িয়ে ফোরেন্সিক তদন্তের জন্য সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি এই ক্ষেত্রে আগামীতে গবেষণা করার পরিসরও আর বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে। যার মাধ্যমে ওই শিক্ষাপ্রতিষ্ঠান গুলির পড়ুয়াদের কাছেও নতুন বিভিন্ন বিষয়ে নিয়ে অনুশীলনের রাস্তা আরও প্রসারিত হবে।

যে ক্ষেত্রগুলিতে পরিকাঠামোগত উন্নয়নের কথা ভাবা হচ্ছে তার মধ্যে রয়েছে ফোরেনসিক সাইকোলজি, নিউরো-সাইকোলজি। পাশাপাশি সামাজিক বৌদ্ধিক আচরণ সম্পর্কিত বিষয়গুলির ক্ষেত্রে ল্যাব গুলির প্রযুক্তিগত উন্নয়নের কথাও ভাবা হচ্ছে। একই সাথে এই মূহূর্তে ফরেনসিক সাইকোলজিকে ভারতের ফরেনসিক বিজ্ঞানের অন্যতম উদীয়মান ক্ষেত্র বলে বলেও মনে করা হচ্ছে।

English summary
government plans to develop six central forensic labs infrastructure to speed up police investigation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X