For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের আত্মনির্ভরতার উপর জোর, বহু প্রতিক্ষিত বাজেটে শুল্কের হার বাড়বে এই পণ্যগুলির উপর!

Google Oneindia Bengali News

বহু প্রতিক্ষিত বাজেটে বিভিন্ন পণ্যের শুল্ক বদলাতে পারে কেন্দ্রীয় সরকার। দেশীয় পণ্যের বিপণন বৃদ্ধি করতেই এই সিদ্ধান্ত ঘোষণা হতে পারে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, ফার্নিচারের কাঁচা মাল, রবারের পণ্য, কার্পেট, টেলিকম পণ্য শহ আরও ২০টি বিদেশি পণ্যের উপর অতিরিক্ত শুল্ক চাপাতে পারে কেন্দ্র। যাতে এই সব খাতে ভারতীয় পণ্য বাজারে বেশি স্থান পায়। এই তালিকায় থাকা সব পণ্য চিন বা ভিয়েতনাম থেকে ভারত আমদানি করে থাকে।

১ ফেব্রুয়ারি বাজেট পেশ হবে সংসদে

১ ফেব্রুয়ারি বাজেট পেশ হবে সংসদে

এদিকে ভারতীয় ও বিদেশি সংস্থাগুলির মধ্যে কর কাঠামোয় কেন পার্থক্য থাকবে, সেই প্রশ্ন তুলল ইউকে-ইন্ডিয়া বিজনেস কাউন্সিল বা ইউকেআইবিসি৷ তারা এই কর কাঠামোর ক্ষেত্রে সামঞ্জস্য আনার দাবি তুলেছে৷ আগামী অর্থবর্ষের জন্য কেন্দ্রীয় বাজেটের সময় এগিয়ে আসছে৷ আগামী ১ ফেব্রুয়ারি বাজেট পেশ হবে সংসদে৷ তার আগে এই দাবি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে৷

শিল্পের একই ক্ষেত্রে একই রকম কর কাঠামোর দাবি

শিল্পের একই ক্ষেত্রে একই রকম কর কাঠামোর দাবি

ইউকে-ইন্ডিয়া বিজনেস কাউন্সিলের তরফে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের কাছেও এই দাবি করা হয়েছে বলে জানা গিয়েছে৷ শিল্পমহল থেকে জানা গিয়েছে যে এখন বিদেশি সংস্থাগুলিকে ৪৩.৬৮ শতাংশ কর দিতে হয়৷ সেখানে ভারতীয় সংস্থাগুলি দেয় ২৫.১৭ শতাংশ৷ শিল্পের একই ক্ষেত্রে একই রকম কর কাঠামো থাকে বিশ্বের অন্য দেশে৷

দেশের কর্পোরেট ট্যাক্সের হার

দেশের কর্পোরেট ট্যাক্সের হার

২০১৫ সালের বাজেটে তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলি দেশীয় সংস্থাগুলির কর্পোরেট ট্যাক্স কমিয়ে ২৫ শতাংশ করার কথা বলেছিলেন৷ পরবর্তী চার বছরে তা করা হবে বলে তিনি জানিয়েছিলেন৷ ২০১৯ সালে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সেই সিদ্ধান্ত কার্যকর করেন৷ সেই হিসেবেই এখন ভারতীয় সংস্থাগুলির কর্পোরেট ট্যাক্স ২৫.১৭ শতাংশ৷ এর ফলেই বিদেশি সংস্থা ও দেশীয় সংস্থার মধ্যে কর্পোরেট ট্যাক্সের ফারাক অনেকটা বেড়ে গিয়েছে৷

English summary
government may tweak customs duties on several goods to promote domestic manufacturing and exports
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X