For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাঁচদিনে সোনার রেকর্ড দাম, ১০ গ্রামের দাম বাড়ল ১৫০০ টাকা

Google Oneindia Bengali News

ভারতীয় বাজারে সোনার দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। শুক্রবারও তার ব্যতিক্রম হল না। এদিন মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (‌এমসিএক্স)‌ ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ৪২,৫০৯, প্রতি কিলোগ্রাম সোনার দাম বেড়েছে ১ শতাংশ করে।

পাঁচদিনে সোনার রেকর্ড দাম, ১০ গ্রামের দাম বাড়ল ১৫০০ টাকা

চলতি সপ্তাহে প্রথম পাঁচ দিনে প্রতি ১০ গ্রাম সোনার দাম বেড়েছে প্রায় ১৫০০ টাকা। সোনার মতো এমসিএক্সেও রুপোর দামও আকাশছোঁয়া। এদিন প্রতি কিলোগ্রাম রুপোর দাম ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ₹৪৮,৪১০। শিবরাত্রির কারণে শুক্রবার সকালে এমসিএক্স বন্ধ থাকলেও সন্ধ্যায় তা ফের খোলে বলে জানা গিয়েছে।

ভারতের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও সোনার দাম ছিল গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ। করোনাভাইরাস আতঙ্কের পরিবেশে নির্ভরযোগ্য স্থান হিসেবে এ দিনও সোনার ওপরে আস্থা দেখিয়েছেন লগ্নিকারীরা। যার জেরে সোনার স্পট প্রাইস ০.৪% বেড়ে প্রতি আউন্স দাঁড়িয়েছে ১,৬২৫.০৫ মার্কিন ডলার। চলতি সপ্তাহেই সোনার দাম বেড়েছে ২.৫ শতাংশ।

বৃহস্পতিবার বিশ্বের সবচেয়ে বড় সোনার এক্সচেঞ্জ–ট্রেড এসপিডিআর গোল্ড ট্রাস্টও বেড়েছে ০.‌২৫ শতাংশ থেকে ৯৩৩.‌৯৪ টন, যা তিন বছরের মধ্যে সর্বোচ্চ। অন্যান্য মূল্যবান ধাতুগুলির মধ্যে রূপো ০.‌৫% বৃদ্ধি পেয়ে ১৮.৪৪ ডলার এবং প্ল্যাটিনাম ০.২% বৃদ্ধি পেয়ে ৯৮০ ডলারে দাঁড়িয়েছে।

English summary
Gold prices up, 10 gram in just 5 days
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X