For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গাছের পাতা খেয়ে 'গ্রেফতার' ছাগল! তেলাঙ্গানায় শোরগোল

গাছের পাতা খেয়ে 'গ্রেফতার' ছাগল! তেলাঙ্গানায় শোরগোল

  • |
Google Oneindia Bengali News

শুনতে অদ্ভূত লাগলেও, এই ঘটনা সত্যিই ঘটেছে। দুই নিরীহ ছাগল কেবলমাত্রা গাছের পাতা চিবিয়েছে বলেই গ্রেফতার করে নেওয়া হয়েছে তাদের। ঘটনা ঘিরে তেলাঙ্গানায় ব্যাপক শোরগোল।

গাছের পাতা খেয়ে গ্রেফতার ছাগল! তেলাঙ্গানায় শোরগোল

ঘটনাটি ঘটেছে তেলাঙ্গানার হুজুরাবাদে। সেখানে 'সেভ দ্যা ট্রিজ' এর তরফে লাগানো কয়েকটি গাছের পাতাা খেয়ে ফেলে ছাগল। আর তারপর থেকেই যারপর নাই ক্ষোভে ফুঁসে ওঠেন সংগঠনের সদস্যরা। এরপর সংগঠনের তরফে অনিল ও বিক্রান্ত হুজুরাবাদের থানার দ্বারস্থ হন। সেখানেই জানান তাঁরা, যে বার বার গাছ লাগানোর পর দুটি ছাগল অসে সেই গাছের পাতা খেয়ে যাচ্ছে। অভিযোগে জানানো হয়েছে, সংগঠন ৯০০টি গাছের চারা পুঁতে ছিল। কিন্তু ২৫০ টি গাছই তারমধ্যে খেয়ে ফেলে ছাগল। এরপরই পুলিশের দ্বারস্থ হয় সংগঠন।

এরআগে ছাগল দুটি যখন গাছের চারার পাতা খাচ্ছিল , তখন তাকে হাতেনাতে ধরেন সংগঠনের সদস্য়রা। আর ছাগলকে তুলে এনে তবেই থানায় অভিযোগ জানান। এরপর গ্রেফতারি হয় ছাগলের। ডেকে পাঠানো হয় ছাগলের মালিককে। ছাগলদের মালিক আসার পর থানা সাফ জানিয়ে দেয়, পাতা বা ঘাস খেতে হলে, বা ছাগলকে যদি চড়াতে নিয়ে যেতেও হয়, তাহলে অন্যত্র নিয়ে যাওয়া হোক।

English summary
Goats ‘arrested' for grazing on saplings planted by 'Save The Trees' organisation.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X