For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সমকামীদের 'স্বাভাবিক' বানাতে কেন্দ্র গড়ার পরিকল্পনা গোয়া মন্ত্রীর

Google Oneindia Bengali News

পানাজি, ১৩ জানুয়ারি : সমকামীদের 'আরোগ্য' কামনায় এবং তাঁদের 'স্বাভাবিক' জীবনে ফিরিয়ে আনতে এবার কেন্দ্র তৈরির কথা ভাবছেন গোয়ার মন্ত্রী রমেশ তলওয়াড়কর। আর মন্ত্রীর এহেন চিন্তাভাবনার শোরগোল পড়ে গিয়েছে বিভিন্ন মহলে। কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে।

৩৭৭ ধারা সম্পর্কিত অন্যান্য খবর পড়তে ক্লিক করুন এখানে

গোয়ার বিজেপি নেতৃত্বাধীন সরকারের ক্রীড়া এবং যুবকল্যাণমন্ত্রী রমেশ তলওয়াড়কর বলেন, "আমরা এলজিবিটি (সমকামী) যুবদের স্বাভাবিক জীবনে ফেরাতে চাই। মদ ছাড়ানোর জন্য যেমন কেন্দ্র থাকে আমরা সেরকমই কেন্দ্র তৈরি করব সমকামীদের জন্য। আমরা সেখানে তাদের প্রশিক্ষণ দেব, ওষুধও দেওয়া হবে তাদের।"

সমকামীদের 'স্বাভাবিক' বানাতে কেন্দ্র গড়ার পরিকল্পনা গোয়া মন্ত্রীর

এখানেই শেষ নয়, তলওয়াড়কর বলেন, যুবদের নিয়ে সরকারের নীতি রিপোর্ট অনুযায়ী, আমাদের বিশেষ লক্ষ্য নাবালক অপরাধী, মাদকাশক্ত যুব, অভিবাসী যুব, ভৌগলিক দিক থেকে অনগ্রসর যুব, পাশাপাশি সমকামী সম্প্রদায়ের বিষয়ে বিস্তারিত সমীক্ষা যাতে আমরা তাদের সমস্যা বুঝতে পারি, ও সমাধানের পথে যেতে পারি।

উল্লেখ্য, এই প্রথম নয়, এর আগে যোগগুরু বাবা রামদেবও সমকামিতাকে 'অসুখ' বলে ব্যাখ্যা করেছিলেন। বলেছিলেন ব্যায়ানের মাধ্যমে এই সমস্যার নিরাময় সম্ভব।

সমকামীদের 'স্বাভাবিক' বানাতে কেন্দ্র গড়ার পরিকল্পনা গোয়া মন্ত্রীর

তলওয়াড়করের মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন সমাজকর্মীরা। একাংশের মত, সমকামীদের জন্য কেন্দ্র তৈরি করে তাদের প্রশিক্ষণ, চিকিৎসা এবং ওষুধ দেওয়ার কথা বলে দেশের নয়া আইনকে অবজ্ঞা করছেন মন্ত্রী। বিজেপির একের পর এক এধরণের মন্তব্যে মানুষের বিশ্বাস ভাঙতে শুরু করবে।

সমকামীদের 'স্বাভাবিক' বানাতে কেন্দ্র গড়ার পরিকল্পনা গোয়া মন্ত্রীর

সমাজকর্মী হরিশ আইয়াররে কথায়, "এই প্রসঙ্গে বিজেপির অন্তত কোনও একজনের উচিত মন্তব্য করা। এরকম দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের পরও যদি শীর্ষ নেতারা চুপ করে থারেন তার মানে তারাও এই বিষয়টিকে সমর্থ করছেন।"

English summary
Goa Minister Plans Centres to Make Homosexuals 'Normal'
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X