For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Live- কংগ্রেস-সিপিএম-এ দূরত্ব রাজ্যে, জাতীয় আঙিনায় জোট হবে, যন্তর-মন্তর থেকে বার্তা মমতার

রাজধানীর বুকে মোদী হঠাওয়ের আওয়াজ তুলতে বুধবার থেকে দুদিনের ধরনায় বসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

  • |
Google Oneindia Bengali News

রাজধানীর বুকে মোদী হঠাওয়ের আওয়াজ তুলতে বুধবার থেকে দুদিনের ধরনায় বসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মুখ্যমন্ত্রী সেই লক্ষ্যেই দিল্লির দরবারে পৌঁছে গিয়েছেন মঙ্গলবারই। তাঁর সঙ্গে ইতিমধ্যেই কথা হয়েছে চন্দ্রবাবু নাইডুর ও অরবিন্দ কেজরিওয়ালের। চন্দ্রবাবুর অনশনের পর কেজরিওয়ালের ধরনাতেও ফের জোট চিত্র ফুটিয়ে তুলতে প্রত্যয়ী মমতা।

 Live- রাজধানীতে ২ দিনের ধরনা মমতার! সঙ্গে থাকছেন ২ মুখ্যমন্ত্রী

যন্তর-মন্তরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ, সারসরি লাইভ

Newest First Oldest First
7:08 PM, 13 Feb

যন্তর-মন্তরে গণতন্ত্র বাঁচাও-এর ধরনা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, সাফ জানালেন, কংগ্রেস-সিপিএম-এর সঙ্গে যে রাজনৈতিক লড়াই তা রাজ্যের মধ্যেই সীমিত থাকবে কিন্তু জাতীয় রাজনীতির আঙিনায় তারা কংগ্রেস ও সিপিএম-এর হাত ধরতেও তৈরি।
7:06 PM, 13 Feb

গণতন্ত্র বাঁচাও-এর মঞ্চে চন্দ্রবাবু নাইডু, বক্তব্য রাখতে গিয়ে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন-'আমারা এখন ঘোর বিপদে, আমাদের দেশকে রক্ষা করতে হবে, গণতন্ত্র আজ বিপন্ন।'
7:04 PM, 13 Feb

যন্তর-মন্তরে গণতন্ত্র বাঁচাও ধরনা মঞ্চে কংগ্রেসের আনন্দ শর্মা, এই নৈরাজ্য় চলবে না বলে ধরনা মঞ্চ থেকে ডাক তোলেন।
5:44 PM, 13 Feb

যন্তরমন্তর থেকে মমতার বার্তা, ডেমোক্রেসি এখন মোদিক্রেসি হয়ে গিয়েছে। এদিন মোদীকে রাবণের সঙ্গে তুলনা করেন বাংলার মুখ্যমন্ত্রী।
5:43 PM, 13 Feb

বাংলায় গিয়ে বলছে, সবার পদক কেড়ে নেব। মমতার চ্যালেঞ্জ, পারলে করে দেখান, কত পদক কাড়তে পারেন।
5:42 PM, 13 Feb

তিনি বলেন, দিল্লিতে কেজরি লড়াই করবে, আমাদের সমর্থন জানাতে এলাম। আমি অন্য কিছু চাই না, শুধু চাই মোদীকে হটিয়ে দেশকে রক্ষা করতে।
5:42 PM, 13 Feb

সংসদে মোদী সরকারের মেয়াদ ফুরিয়ে গেল আজই, আপের ধরনা মঞ্চে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
3:55 PM, 13 Feb

ধরনা মঞ্চে জন সমাবেশ
3:54 PM, 13 Feb

ধরনা মঞ্চে কেজরিওয়াল
3:04 PM, 13 Feb

ধরনা মঞ্চে সীতারাম ইয়েচুরি
3:01 PM, 13 Feb

যন্ত্ররমন্তরে পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়
10:45 AM, 13 Feb

তৃণমূলের ধরনায় গেলেন রাহুল গান্ধী
10:45 AM, 13 Feb

সংসদ ভবনে তৃণমূলের ধরনা
10:10 AM, 13 Feb

আপ নেতৃত্ব দাবি করলেও, কংগ্রেসের তরফে ধরনা মঞ্চে আমন্ত্রণের কথা অস্বীকার করা হয়েছে
10:10 AM, 13 Feb

বেলা ৩ নাগাদ অরবিন্দ কেজরিওয়ালের ধরনা মঞ্চে যাওয়ার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের
9:16 AM, 13 Feb

অরবিন্দ কেজরিওয়ালের ডাকে বুধবার দুপুরে দিল্লির যন্ত্রমন্তরে ধরনা
8:30 AM, 13 Feb

ব্রিগেড থেকে জোটের বার্তা দিয়েছিলেন, তারপর কলকাতায় ধরনা মঞ্চের পর এবার রাজধানীতে গণতন্ত্র বাঁচানোর দাবিতে ধরনা
8:30 AM, 13 Feb

সোমবার মহাজোটের ঐক্য প্রদর্শনে ছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, মনমোহন সিং, ফারুক আবদুল্লা, অরবিন্দ কেজরিওয়াল, শরদ যাদব, মুলায়ম সিং যাদব, ডেরেক ওব্রায়েন
8:29 AM, 13 Feb

বুধবার দিল্লি ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীকেনিয়ে রাজধানীর বুকে ফের ধরনার মঞ্চ থেকে জোট-বার্তা আরও শক্তিশালী করে তুলবেন মমতা-সহ বিরোধী নেতৃত্ব
8:29 AM, 13 Feb

সোমবার চন্দ্রবাবু নাইডু অনশনে বসেছিলেন রাজ্যের বিশেষ মর্যাদার দাবিতে

English summary
Get the Live Update of Mamata Banerjee's two day dharna in Delhi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X