For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Surgical Strike2 Live- সমঝোতা এক্সপ্রেস বাতিল করছে না ভারত, তিন বাহিনীকে 'ফ্রি হ্যান্ড'

পুলওয়ামা হামলার ১২দিন পরে প্রত্য়াঘাত করল ভারত। ভারতীয় বায়ু সেনা ১০০০ কিলো বোমা নিয়ে গুড়িয়ে দিল জইশ-ই-মহম্মদের জঙ্গি ক্য়াম্প।

  • By Oneindia Staff
  • |
Google Oneindia Bengali News

পুলওয়ামা হামলার ১২দিন পরে প্রত্য়াঘাত করল ভারত। ভারতীয় বায়ু সেনা ১০০০ কিলো বোমা নিয়ে গুড়িয়ে দিল জইশ-ই-মহম্মদের জঙ্গি ক্য়াম্প। জানা গিয়েছে এই ক্যাম্পগুলি নিয়ন্ত্রণরেখা বরাবর পাক অধিকৃত কাশ্মীরের মুজাফ্ফরবাদে ছিল। ভারতীয় বায়ুসেনা এই কাজে মিরাজ ২০০০ যুদ্ধ বিমানকে নিযুক্ত করেছিল।

ভারতের সার্জিক্য়াল স্ট্রাইক নিয়ে Live Update

এদিকে, মঙ্গলবার সকালেই পাক সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফর অভিযোগ করেন নিয়ন্ত্রণ রেখা পার করেছে পাকিস্তানের ভূখণ্ডে ঢুকেছিল ভারতীয় বায়ু সেনা। এই নিয়ে একটি টুইটও করেন তিনি। তাঁর অভিযোগ, ভারতীয় বায়ুসেনা নিয়ন্ত্রণ রেখা পার করে কিছু পে-লোডার ফেলেছে। সেইসঙ্গে তিনি দাবি করেছিলেন বেশি কিছু করতে পারেনি ভারতীয় বায়ু সেনা। কারণ পাক বায়ু সেনা তৎক্ষণাৎ বিষয়টিতে হস্তক্ষেপ করে এবং ভারতীয় বায়ু সেনার বিমানগুলো ফিরে যায় বলে দাবি করেন আসিফ গফর। যদিও, এরপরই সংবাদসংস্থা এএনআই যে খবর প্রকাশ্যে আনে তাতে দেখা যাচ্ছে ভারত পাকিস্তানের ভূখণ্ডে এবার সার্জিক্যাল স্ট্রাইক-২-কে সংগঠিত করেছে।

Newest First Oldest First
10:21 PM, 27 Feb

বিরোধীদের একসুরে কথা বলার আবেদন জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।
10:20 PM, 27 Feb

জলন্ধরে আধাসেনা, সেনাবাহিনী ও পুলিশের উচ্চ পদস্থ কর্তাদের সঙ্গে বৈঠক পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিং-এর। সীমান্ত এলাকায় পরিস্থিতি নিয়ে আলোচনা।
10:19 PM, 27 Feb

ভারত ও পাকিস্তানের মধ্যে বেড়ে চলা উত্তাপে উদ্বেগ প্রকাশ ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে-র। পরিস্থিতির উপরে নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
10:14 PM, 27 Feb

আটক পাইলট অভিনন্দনকে উদ্ধার এবং পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার জন্য তিন বাহিনীর প্রধানকে ফ্রি-হ্যান্ড অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এদিন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর বাড়িতে একটি বৈঠকও হয়।
10:12 PM, 27 Feb

সমঝোতা এক্সপ্রেস যে বন্ধ হচ্ছে না তা জানিয়ে দিলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল।
10:11 PM, 27 Feb

বন্ধ পাকিস্তানের এরো স্পেস, সেই কারণে ভারতে তাদের পরিষেবা আপাতত স্থগিত রাখল এয়ার কানাডা।
10:08 PM, 27 Feb

পাকিস্তান সমঝোতা এক্সপ্রেসের পরিষেবা বন্ধ করলেও ভারতের এমন কোনও পরিকল্পনা নেই। সেইকারণে আগামীকাল দিল্লি থেকে আটারি সীমান্ত পর্যন্ত সমঝোতা এক্সপ্রেস চালাবে ভারতীয় রেল।
7:02 PM, 27 Feb

নিখোঁজ পাইলট পাকিস্তানের হাতে বন্দি , জানাল ভারতীয় বিদেশ মন্ত্রক, পাইলটের রক্তাক্ত ছবি ও ভিডিও ইন্টারনেটে ভাইরাল করে দেওয়ায় প্রতিবাদ, জেনেভা কনভেনশন মেনে ফ্লাইং কমান্ডার অভিনন্দন-এর সুরক্ষা দাবি করল ভারত।
6:30 PM, 27 Feb

'যুদ্ধ একবার শুরু হলে তা আমার বা আপনার নিয়ন্ত্রমে থাকবে না।' আলোচনার বার্তা দিয়ে আর্জি ইমরান খানের।
6:29 PM, 27 Feb

পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার-কে তলব বিদেশ মন্ত্রকের, সেই জন্য সাউথ ব্লকে সৈয়দ হায়দর শাহ।
6:27 PM, 27 Feb

পাকিস্তানের সঙ্গে উত্তপ্ত পরিস্থিতি নিয়ে ফোন রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি পেসকোভের।
6:25 PM, 27 Feb

মহাজোটের বৈঠক থেকে পাকিস্তানকে তোপ রাহুল গান্ধীর, নিখোঁজ পাইলটের সুরক্ষায় প্রার্থনা।
3:47 PM, 27 Feb

ভারত পাক বিমানবাহিনীর এফ১৬ বিমানকে গুলি করে নামায়। এই সংঘর্ষে ভারতী বায়ুসেনার একটি মিগ২১ বিমানও নষ্ট হয়, এই ঘটনায় যে পাইলট নিখোঁজ হয়েছেন তিনি পাক সেনাবাহিনীর হাতে বন্দি বলে দাবি করা হচ্ছে, এই খবরের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে।
3:37 PM, 27 Feb

পাক বায়ুসেনার যুদ্ধ বিমানের সঙ্গে সংঘর্ষের কথা স্বীকার ভারতের। বিকেল ৩.১৫টায় সংবাদিক সম্মেলন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রাভিস কুমার এবং তাঁর সঙ্গে ছিলেন এয়ার ভাইস মার্শাল আরজিকে কাপুর।
1:59 PM, 27 Feb

ভারতীয় বায়ুসেনার ২ পাইলট-কে বন্দি বানানোর দাবি পাকিস্তানের, পাক সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফর সাংবাদিক সম্মেলনে এই দাবি করেছেন।
1:35 PM, 27 Feb

অমৃতসর বিমানবন্দরও কড়া সতর্কতার জেরে বন্ধ করে দেওয়া হয়েছে।
1:33 PM, 27 Feb

পাক বায়ুসেনার যুদ্ধবিমান ভারতের আকাশসীমায় ঢুকে পড়ায় কড়া সতর্কতা, উত্তর ভারতে একাধিক বিমানবন্দর-এ কমার্শিয়াল ফ্লাইটের ওঠা-নামা বন্ধ। দেহরাদূন বিমানবন্দর -ও বন্ধ করে দেওয়া হয়েছে।
10:27 AM, 27 Feb

পাকিস্তান ওয়াইআইসি-র স্থায়ী সদস্য, এই ফোরামটি ইসলামিক রাষ্ট্রগুলিকে নিয়ে তৈরি হয়েছে।
10:26 AM, 27 Feb

ওয়াইআইসি-র বৈঠকে ভারত স্থায়ী সদস্য না হয়েও অতিথির মর্যাদায় আমন্ত্রণ পেয়ে আসছে।
10:26 AM, 27 Feb

আবু-ধাবি-তে ওয়াইআইসি বৈঠকে যোগ না দেওয়ার হুমকি পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশির। ওয়াইআইসি বৈঠকে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের যোগদান নিয়ে আপত্তি পাকিস্তানের।
9:49 AM, 27 Feb

যৌথ অভিযানে এসটিএফ ও মুর্শিদাবাদ পুলিশের হাতে গ্রেফতার ২ জেএমবি জঙ্গি।
9:48 AM, 27 Feb

সোপিয়ানে সেনা-র সঙ্গ জঙ্গিদের গুলির লড়াই-এ ৫ জওয়ান আহত হন, হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে এরা সকলেই সুস্থ আছেন।
9:46 AM, 27 Feb

পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশির সঙ্গে ফোনে কথা বলার পর মার্কিন প্রশাসন থেকে এই বিবৃতি প্রকাশ করা হয়েছে।
9:45 AM, 27 Feb

'ভারতের বিরুদ্ধে মিলিটারি অ্যাকশনের হুমকি না দিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন।'- পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি-কে ফোন করে বার্তা মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও-র।
9:44 AM, 27 Feb

সোপিয়ানে সেনা ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই। দুই জইশ জঙ্গির মৃত্যু।
9:43 AM, 27 Feb

'পাকিস্তানের বুকে ভারতীয় বায়ু-সেনা যে এয়ার স্ট্রাইক করেছে তাতে কোনও মিলিটারি ইনস্টলেশন বা সাধারণ মানুষকে নিশানা করা হয়নি, শুধুমাত্র জইশ-এর জঙ্গি ক্যাম্পগুলিতে আঘাত হানা হয়েছে।'- সুষমা স্বরাজ
9:42 AM, 27 Feb

'জইশ ভারতের বুকে আরও কিছু আত্মঘাতী জঙ্গি হামলার ষড়যন্ত্র করেছিল, তাই সন্ত্রাসকে আঘাত করাটা জরুরি ছিল ভারতের জন্য়।'- সুষমা স্বরাজ।
9:40 AM, 27 Feb

'আন্তর্জাতিক স্তরেও যখন পুলওয়ামা হামলায় পাকিস্তানের মাটিতে চলা সন্ত্রাসের কারখানা নিয়ে আলোচনা হচ্ছে, তখনও পাকিস্তান জইশ-ের বিরুদ্ধে পদক্ষেপনিতে অস্বীকার করেছে।'- সুষমা স্বরাজ
9:39 AM, 27 Feb

'সন্ত্রাস নির্মূলে অন্য দেশগুলির মতো ভারতও জিরো টলারেন্স-এর নীতি নিয়েছে, সুতরাং এই জঙ্গি হামলার একটা প্রত্যুত্তর দেওয়া দরকার ছিল'- বললেন সুষমা স্বরাজ।
9:37 AM, 27 Feb

বুজহেন-এ আই-আর-সি বৈঠকে পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলার কথা বললেন সুষমা স্বরাজ।
READ MORE

English summary
Indian Airforce strikes back in the land of Pak occupied Mujaffarabad. This is the Surgical Strike 2 which has done after 12 days of Pulwama Terror Attack.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X