For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

LIVE দিল্লি নির্বাচনের সমস্ত আপডেট দেখুন ডেইলিহান্টে

LIVE দিল্লি নির্বাচনের সমস্ত আপডেট দেখুন ডেইলিহান্টে

  • By Autri
  • |
Google Oneindia Bengali News

আগামী ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে দিল্লি বিধানসভা নির্বাচন। ফলাফল ঘোষণা হবে আগামী ১১ ফেব্রুয়ারি। দিল্লি বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী ২২ ফেব্রুয়ারি, ২০২০। মোট ৭০টি বিধানসভা আসনের মধ্যে গত নির্বাচনে আম আদমি পার্টি ৬৭টি আসনে জয়লাভ করেছিল। বিজেপি পেয়েছিল মাত্র ৩টি আসন। এবছর কী ফলাফল হয় সেটাই দেখার।

LIVE দিল্লি নির্বাচনের সমস্ত আপডেট দেখুন ডেইলিহান্টে

এবছর লোকসভা নির্বাচনে বিজেপি দিল্লির সাতটি কেন্দ্রের মধ্যে সবকটিতেই ফের একবার জয় পেয়ে মসনদে বসেছে। আম আদমি পার্টি দিল্লিতে সরকারে থেকেও একটাও আসন পায়নি। অন্যদিকে কংগ্রেসও বিধানসভার পাশাপাশি লোকসভায় খাতা খুলতে পারেনি। এই অবস্থায় বিধানসভা নির্বাচনের ফলাফল কোনদিকে গড়ায় তা বেশ গুরুত্বপূর্ণ।

লোকসভার ট্রেন্ড বজায় থাকলে বিজেপির দিল্লি দখল সময়ের অপেক্ষা। অন্যদিকে ২০১৪ সালেও লোকসভায় বিজেপি সবকটি আসন পেলেও বিধানসভায় জামানত জব্দ হয়েছিল আপের কাছে। ফলে এবছরও সেই ফলাফল সামনে আসবে কিনা তা সময়ই বলবে।

বেশিরভাগ সমীক্ষাতেই বিজেপি ও আপের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা বলা হয়েছে। তবে জয়ের ক্ষেত্রে আপ অনেকটা এগিয়ে। সেটাও উল্লেখ করা হয়েছে জনমত সমীক্ষায়। তবে সেই ফলাফল উল্টে দিয়ে বিজেপি অথবা কংগ্রেস নির্বাচনে কোনও ছাপ ফেলতে পারে কিনা সেদিকে নজর রাখতে অবশ্যই নজর রাখুন ডেইলিহান্টের অ্যাপে। দিল্লি নির্বাচনের সমস্ত আপডেট পেতে অবশ্যই বেছে নিন ডেইলিহান্টকে।

English summary
Get Delhi Legislative Assembly election 2020 best coverage on Dailyhunt
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X