For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুকমায় শহীদ জওয়ানদের সন্তানদের যাবতীয় খরচের দায়িত্ব নিলেন গম্ভীর

সুকমায় মাওবাদী হানায় শহীদ সিআরপিএফ জওয়ানদের সন্তানদের যাবতীয় খরচের দায়িত্ব নিলেন ক্রিকেটার গৌতম গম্ভীর।

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২৮ এপ্রিল : সুকমায় মাওবাদী হানায় শহীদ সিআরপিএফ জওয়ানদের সন্তানদের যাবতীয় খরচের দায়িত্ব নিলেন ক্রিকেটার গৌতম গম্ভীর। এর আগে সুকমায় মাওবাদীদের হামলার প্রবল সমালোচনা করেন গৌতম। তারপরই এই উদ্যোগ নিতে এগিয়ে আসেন তিনি।

উল্লেখ্য, সুকমার মর্মান্তিক ঘটনার পর ,বৃহস্পতিবারের আইপিএল ম্যাচের আগে ,গম্ভীরের নেতৃত্বাধীন কলকাতা নাইট রাইডার্স টিম শ্রদ্ধা জানায় সিআরপিএফ জওয়ানদের প্রতি। এদিকে এই পদক্ষেপ নেওয়া পর , গম্ভীর জানান, 'গৌতম গম্ভীর ফাউন্ডেশন' শহীদ জওয়ানদের ছেলে মেয়েদের খরচের দায়িত্ব নেবে । গম্ভীর আরও জানান, "আমার সংগঠন ইতিমধ্যেই এবিষয়ে কাজ শুরু হচ্ছে। এবিষয়ে বাকি কী অগ্রগতি হয়, তা নিয়ে তথ্য জানানো হবে।"

সুকমায় শহীদ জওয়ানদের সন্তানদের যাবতীয় খরচের দায়িত্ব নিলেন গম্ভীর

এর আগেও বহুবার কাশ্মীরের পরিস্থিতি নিয়ে সোস্যাল মিডিয়ায় মুখ খুলেছেন গম্ভীর। দেশের সেনার ওপর যখনই আগাত এসেছে তখনই তার প্রতিবাদ করেছেন গম্ভীর। এর আগে কাশ্মীরে এক প্য়ারামিলিটারি জওয়ানকে এক কাশ্মীরি । যুবক মারধর করে, সে ঘটনার ভিডিও প্রকাশিত হয় সোস্যাল মিডিয়ায়। এই ভিডিওকে ঘিরেও নিজের ক্ষোভ উগ্রে দেন গম্ভীর।

English summary
Cricketer Gautam Gambhir, who has been of late tweeting a lot about the sacrifices made by India's armed forces, will be paying for the expenses of the children of 25 CRPF personnel who were killed+ by Naxalites in Chhattisgarh's Sukma.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X