For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বদলে যেতে চলেছে ব্যাঙ্ক খোলার সময়! জেনে নিন বিস্তারিত

সব কিছু ঠিকঠাক থাকলে বদলে যেতে চলেছে ব্যাঙ্ক খোলার সময়। গ্রাহক স্বার্থে নতুন সিদ্ধান্ত নিতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নতুন সূচিকার্যকর হলে সকাল নটা থেকে পরিষেবা পেতে পারেন গ্রাহকরা।

  • |
Google Oneindia Bengali News

সব কিছু ঠিকঠাক থাকলে বদলে যেতে চলেছে ব্যাঙ্ক খোলার সময়। গ্রাহক স্বার্থে নতুন সিদ্ধান্ত নিতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নতুন সূচি কার্যকর হলে সকাল নটা থেকে পরিষেবা পেতে পারেন গ্রাহকরা। সেপ্টেম্বর থেকেই চালু হতে পারে নতুন সময়সূচি। তবে এব্যাপারে চূড়ান্ত কোনও ঘোষণা এখনও হয়নি।

বদলে যেতে চলেছে ব্যাঙ্ক খোলার সময়! জেনে নিন বিস্তারিত

সাধারণ মানুষ দেশে ব্যাপী রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি থেকে পরিষেবা পেয়ে থাকেন সকাল দশটা থেকে। অনেক জায়গাতেই দেখা যায়, ১০টার আগে থেকেই লাইন পড়ে যায়।

আমরা প্রায় সবাই আগে গেলে আগে কাজ হবে, এই পদ্ধতি অনুসরণ করে থাকি। তবে ১০টায় ব্যাঙ্ক খুললেও সঙ্গে সঙ্গে যে পরিষেবা পাওয়া যায়, তা হয় না। এর সঙ্গে থাকে নানা যান্ত্রিক ত্রুটি কিংবা লিঙ্ক ফেলিওরের বিষয়টিও। ফলে যিনি লাইনের একেবারে প্রথমে থাকেন, পরিষেবা নিয়ে ব্যাঙ্ক ছাড়তে অন্তত ১০.২০ তো হয়েই যায়।

বিষয়টি সরকারি কর্তাদের নজর এড়ায়নি। বিভিন্ন রিপোর্ট হাতে নিয়ে গত জুনে বৈঠকে ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠকে বসেছিল অর্থমন্ত্রক। সেখানেই উঠে আসে ব্যাঙ্কের পরিষেবা দেওয়ার সময় বদলানোর বিষয়টি। আলোচনায় একরকম সিদ্ধান্তও হয়ে যায়, সকাল ১০টার আগেই ব্যাঙ্কের কাজ চালু করার বিষয়টি। সদিক থেকে পর্যালোচবা করলে দেখা যায়, বেসরকারি ব্যাঙ্কগুলি সকাল সাড়ে নটা থেকেই পরিষেবা শুরু করে দেয়।

সূত্রের খবর অনুযায়ী, অর্থমন্ত্রকের তরফে ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনের কাছে প্রস্তাব চাওয়া হয়, পরিষেবার সময় সম্পর্কে। সেই মতো, তিনটি প্রস্তাব দেওয়া হয়। একটি সকাল ৯ টা থেকে বিকেল ৩ টে, একটি সকাল ১০ টা থেকে ৪ টে আর অপরটি সকাল ১১ টা থেকে ৫ টা। একেবারে শেষেরটির ক্ষেত্রে যুক্তি হল অনেকে অফিস শেষ করেও ব্যাঙ্কের কাজ করতে পারবেন। জানা গিয়েছে এর মধ্যে প্রথমটিতেই সিলমোহর দেওয়া হয়েছে অর্থমন্ত্রকের তরফ থেকে।

ফলে আগামী সেপ্টেম্বর থেকে ব্যাঙ্কের পরিষেবার সময় যে বদলাতে চলেছে তা ধরেই নেওয়া যায়। তবে এব্যাপারে সরকারি ঘোষণা বাকি রয়েছে। নির্দেশিকা পেয়ে গেলে ব্যাঙ্কগুলিও বিষয়টি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেবে সাধারণ গ্রাহকদের।

English summary
From September, Nationalised banks will open their doors for customers from 9am For that Banks will issue notice for their customers.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X