For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আরও শক্তিশালী ভারতীয় বায়ুসেনা, আকাশপথে আজই দেশে পৌঁছচ্ছে আরও তিনটি রাফাল

Google Oneindia Bengali News

আজ ভারতে আসতে চলেছে আরও তিনটি রাফাল যুদ্ধবিমান। ফরাসি বিমান প্রস্তুতকারী সংস্থা দাসোঁ এদিন জানিয়েছে চুক্তি অনুযায়ী ১৮টি যুদ্ধবিমান এপ্রিলের শেষ লগ্নের মধ্যেই ভারতে চলে আসবে। এদিন সংযুক্ত আরব আমিরশাহিতে রিফুয়েলিং করে ভারতে পৌঁছবে রাফালগুলি। উল্লেখ্য, ২০১৬ সালে ভারত ৩৬টি যুদ্ধবিমান কেনার চুক্তি করেছিল ফ্রান্সের প্রতিরক্ষা সংস্থাটির সঙ্গে। এরপর সেই চুক্তি নিয়ে তোলপাড় হয়েছিল ভারতীয় রাজনীতি।

১১টি রাফাল যুদ্ধবিমান ইতিমধ্যেই দেশে পৌঁছচ্ছে

১১টি রাফাল যুদ্ধবিমান ইতিমধ্যেই দেশে পৌঁছচ্ছে

ইতিমধ্যেই ১১টি রাফাল যুদ্ধবিমান বায়ুসেনা কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে৷ ভারতীয় বায়ুসেনার এক আধিকারিক এই প্রসঙ্গে বলেন, প্রথম দফায় গত বছরের ২৯ জুলাই পাঁচটি রাফাল ভারতের মাটি ছোঁয়৷ এরপর চলতি বছরের ২৭ জানুয়ারি আরও তিনটি বিমান হাতে পায় ভারতীয় বায়ুসেনা৷ ফ্রান্স থেকে রওনা হওয়ার পর একটানা উড়ে ২৭ জানুয়ারি রাতে ভারতে আসে সেগুলি৷ পরবর্তীতে আরও তিনটি রাফাল যোগ দেয় ভারতীয় বায়ুসেনায়৷ ভারতের পথে ওড়ার সময় ভাসমান অবস্থাতেই সফলভাবে বিমানে জ্বালানি ভরার কাজও সারা হয়৷

ফ্রান্সের সঙ্গে ৫৯ হাজার কোটি টাকার চুক্তি

ফ্রান্সের সঙ্গে ৫৯ হাজার কোটি টাকার চুক্তি

ফরাসি সংস্থার তৈরি এই যুদ্ধবিমান কিনতে ফ্রান্সের সঙ্গে ৫৯ হাজার কোটি টাকার চুক্তি করেছে ভারত৷ যার বিনিময়ে ভারতকে ৩৬টি রাফালে তৈরি করে দেবে ফ্রান্স৷ তথ্য বলছে, রাফাল একটি ৪.৫ জেনারেশনের যুদ্ধবিমান৷ যারমধ্যে সমস্ত অত্যাধুনিক সমরাস্ত্র রয়েছে৷ এর সবথেকে বড় সুবিধা হল, একবার উড়ান শুরুর পর এক নাগাড়ে অন্তত চারটি অভিযানে অংশ নিতে সক্ষম এই যুদ্ধবিমান৷

রাফালের অন্তর্ভুক্তি চিনের ঘুম কেড়েছে

রাফালের অন্তর্ভুক্তি চিনের ঘুম কেড়েছে

এর আগে বায়ুসেনা প্রধান আরকেএস ভাদৌরিয়া দাবি করেছিলেন, ভারতীয় বায়ুসেনায় রাফালের অন্তর্ভুক্তি চিনের ঘুম কেড়েছে৷ সূত্রের খবর, ভারত-চিন সীমান্তে বেজিংকে যোগ্য জবাব দিতে ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী৷ প্রস্তুত রাখা হয়েছে যুদ্ধের প্রয়োজনীয় পরিকাঠামোও৷ এই অবস্থায় ভারতীয় বায়ুসেনায় রাফালের অন্তর্ভুক্তিতে শক্তি বেড়েছে ভারতের৷ আর তাতেই চিন্তায় পড়ে গিয়েছে বেজিং৷

প্রচারের শেষ দিনে নন্দীগ্রামে রোড শো-তে অমিত শাহ ও শুভেন্দু অধিকারী

English summary
Fresh batch of three more Rafale fighter jets to arrive India today
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X