For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'মোদী বলেছেন কাশ্মীর তাঁদের সার্বভৌম বিষয়',ভারতীয় গণতন্ত্রের প্রশংসায় পাকিস্তানকে বার্তা ফ্রান্সের

ভারতীয় গণতন্ত্রের প্রশংসা করে পাকিস্তানকে তোপ ফ্রান্সের

  • |
Google Oneindia Bengali News

সামনেই জি সেভেন সামিট। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের সমাহার ঘিরে ইতিমধ্যেই বিশ্ব রাজনীতির পারদ তুঙ্গে। বৈঠকের আগে ফ্রান্সে পৌঁছেই সেদেসের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেন ভারতীর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকের শেষে দুই রাষ্ট্রপ্রধান একসঙ্গে সাংবাদিক সম্মেলন করে একাধিক বিষয়ে বার্তা দেন।

'কাশ্মীর ইস্যু ভারতের সার্বভৌমত্বের বিষয়'


ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন মোদীর সঙ্গে যৌথ প্রেস কন্ফারেন্সে যোগ দিয়ে বলেন, 'মোদী জানিয়েছেন তাঁদের সাম্প্রতিক সিদ্ধান্তের কথা। তিনি বলেছেন এটি (কাশ্মীর ইস্যু) তাঁদের সর্বভৌমত্বের বিষয়।' ফ্রেঞ্চ প্রেসিডেন্টের এই বক্তব্যেই সাফ বার্তা যায় পাকিস্তানের কাছে। পাশাপাশি তিনি বলেন, ভারত ও পাকিস্তান দুটি দেশের আলোচনাক্রমেই সমস্যার সমাধান করতে হবে।

নরেন্দ্র মোদীকে পাশে নিয়ে ভারতের প্রশংসা

এদিনের প্রেসকন্ফারেন্সে ইমানুয়েল ম্যাকরন বলেন, 'মোদীর দ্বিতীয়বার জয়ের পর এই প্রথম আমাদের দেখা হল। আমি আপনাকে (মোদী) অভিনন্দন জানাই। আপনার জয়ই পরিচয় দেয় ভারতে কত সুন্দর রয়েছে গণতন্ত্র।'

রাফাল থেকে 'মেক ইন ইন্ডিয়া' ফ্রেঞ্চ প্রেসিডেন্টের গলায়


প্রসঙ্গত ,আগামী মাসেই দেশে ঢুকছে ৩৬ টি রাফাল যুদ্ধ বিমান। সেই ঘোষণা এদিন ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে যৌথভাবে করেন নরেন্দ্র মোদীও। পাশপাাশি ফ্রেঞ্চ প্রেসিডেন্ট জানান, ভারতের 'মেক ইন ইন্ডিয়া' উদ্যোগে সর্বোতভাবে সাহায্য করবে ফ্রান্স।

English summary
France praises India's Democracy under Modi, gives messege to Pakistan .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X