For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আরব সাগরে ওএনজিসির হেলিকপ্টার দুর্ঘটনা, মৃত চার

আরব সাগরে ওএনজিসির হেলিকপ্টার দুর্ঘটনা, মৃত চার

Google Oneindia Bengali News

ওয়েল অ্যান্ড ন্যাচরাল গ্যাস কর্পোরেশন লিমিটেডের (ওএনজিসি)-এর একটি হেলিকপ্টার মঙ্গলবার আরব সাগরে জরুরি অবতরণ করে। যু্দ্ধকালীন তৎপরতায় নয়জনকে উদ্ধার করে হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। নানাবতী হাসপাতালের চিকিৎসকরা চারজনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি পাঁচ জনের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। ওএনজিসির এক আধিকারিক জানিয়েছেন, বর্তমানে তাঁরা বিপদমুক্ত। ওএনজিসির এই হেলিকপ্টারটি কেন আরব সাগরে জরুরি অবতরণ করল, তা জানা যায়নি।

আরব সাগরে ওএনজিসির হেলিকপ্টার দুর্ঘটনা, মৃত চার

হেলিকপ্টারটিতে দুই জন চালক ও সাত জন যাত্রী ছিলেন। গন্তব্যের দেড় কিলোমিটার আগে হেলিকপ্টারটি আরব সাগরে জরুরি অবতরণ করে। সেই সময় ফ্লোটারগুলোর সাহায্যে হেলিকপ্টারটি সমুদ্রে ভেসে ছিল। উপকূল রক্ষী বাহিনীর এক আধিকারিক জানিয়েছেন, প্রথমে উদ্ধার অভিযানের জন্য সাগর কিরন নামের একটি জাহাজ নিয়ে আসা হয়। সেখানে চারজনকে উদ্ধার করা হয়। নৌবাহিনীর একটি হেলিকপ্টারের সাহায্যে পবন হংস এয়ারবেসে তাঁদের নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চারটি অ্যাম্বল্যান্সে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। মৃতরা হলেন মুকেশ প্যাটেল, মুম্বই মন্ডোলই, সত্যমবাদ পাত্র এবং সঞ্জু ফ্রান্সিস। মৃতদের মধ্যে তিন জন ওএনজিসির কর্মী ছিলেন। চতুর্থ জন সংস্থার সঙ্গে চুক্তি ভিত্তিক কাজ করতেন।

মালভিয়া-১৬ নামের অন্য একটি জাহাজকে পরে মুম্বই উপকূল থেকে নিয়ে আসা হয়। সেখানে বাকি পাঁচজনকে উদ্ধার করা হয়। ওএনজিসির এক আধিকারিক জানিয়েছেন, দুই পাইলট সহ পাঁচজন সাগর কিরনের একটি মেডিক্যাল ইউনিটে চিকিৎসাধীন। তাঁরা বিপদমুক্ত। মুম্বই পুলিশ দুর্ঘটনায় মৃত্যুর রিপোর্ট নথিভুক্ত করেছে।

উপকূল রক্ষী বাহিনীর সূত্রে খবর, হেলিকপ্টারটি আরব সাগরে পড়ে যায়। উপকূল বাহিনী প্রাথমিকভাবে উদ্ধারের জন্য লাইফ ব়্যাফট নামায়। হেলিকপ্টারের জরুরি অবতরনের পরেই মেরিটাইম রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টারের মুম্বই শাখা ইন্টারন্যাশনাল সেফটি নেট সক্রিয় করে। ভারতীয় নৌবাহিনী ও ওএনজিসি একত্রে উদ্ধার অভিযান চালায়। ওএনজিসি তরফে টুইট করে প্রথমে চারজনকে উদ্ধারের ঘোষণা করে।

হেলিকপ্টারগুলো উপকূল থেকে কর্মী ও সামগ্রী ওএনজিসির রিগে পৌঁছনোর কাজ করে। গন্তব্যস্থল থেকে হেলিকপ্টারটি দেড় কিলোমিটার আগে জরুরি অবতরণ করে। হেলিকপ্টারটির মুম্বই উপকূল থেকে ৫০ নটিক্যাল দূরে একটি রিগে অবতরণের কথা ছিল। জানা গিয়েছে, আরব সাগরে ওএনজিসির বেশ কয়েকটি রিগ রয়েছে। সমুদ্রতলের নিচে থাকা জলাধার থেকে তেল ও গ্যাস উৎপাদনে এই রিগগুলো ব্যবহার করা হয়।

ঘুন ধরছে পরিবারতন্ত্রে, কেন রাজনীতির মঞ্চে কোণঠাসা গান্ধী-যাদব-বাদল-ঠাকরেরাঘুন ধরছে পরিবারতন্ত্রে, কেন রাজনীতির মঞ্চে কোণঠাসা গান্ধী-যাদব-বাদল-ঠাকরেরা

English summary
Four people died in ONGC chopper accident
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X