For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৬২ বছরেই চলে গেলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মোহন এম শান্তনাগৌদার

৬২ বছরেই চলে গেলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মোহন এম শান্তনাগৌদার

  • |
Google Oneindia Bengali News

করোনায় কাবু গোটা দেশে। দরিদ্র হোক বা ধনী, রাজনীতিবিদ হোক বা ক্রীড়াবিদ, করোনার রোষানল থেকে বাজ পড়ছেন না কেউই। এদিকে এই দেশজোড়া আতঙ্কের মাঝেই শেষ নিশ্বাস ত্যাগ করলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মোহন এম শান্তনাগৌদার। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬২ বছর। শনিবার গুরগাঁওয়ের এক হাসপাতালে প্রয়াত হন তিনি। এদিকে তার মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে আইনজীবী মহলে। তিনি দীর্ঘদিন ধরেই একাধিক বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন বলেও জানা গিয়েছে।

৬২ বছরেই চলে গেলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মোহন এম শান্তনাগৌদার

যদিও শীর্ষ আদালতের এই প্রাক্তন বিচারপতির করোনা সংক্রমণ ছিল কিনা সেই বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি। তবে ফুসফুসের সংক্রমণের কারণেই গুরুগাঁওয়ের মেদান্ত হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। সেখানেই আইসিইউ-তে তাঁর চিকিৎসা চলছিল বলে খবর।এমনকী শনিবার গভীররাত অবধি তাঁর অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছিল। তবে রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসকরা পরিবারের কাছে এই আচমকাই তাঁর মৃত্যুর খবর দেন বলে জানা যাচ্ছে।

করোনার দ্বিতীয় স্রোত ভারতকে কাঁপিয়ে দিয়েছে, নিচ্ছে ধৈর্যের পরীক্ষা, বার্তা মোদীর করোনার দ্বিতীয় স্রোত ভারতকে কাঁপিয়ে দিয়েছে, নিচ্ছে ধৈর্যের পরীক্ষা, বার্তা মোদীর

অন্যদিকে দীর্ঘ কর্মজীবনে একাধিক ঐতিহাসিক রায় দিতে দেখা গিয়েছিল এই বরিষ্ঠ বিটারপতিকে। এদিকে ২০০৩ সালের ১২ মে তিনি কর্নাটক হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসাবে নিযুক্ত হন। পরবর্তীতে ২০০৪ সালের সেপ্টেম্বরে ওই আদালতেই স্থায়ী বিচারক হিসাবে দায়িত্ব পান তিনি। এমনকী কেরল হাইকোর্টেও স্থানান্তরিত হন তিনি। সেখানেও ২০১৬ সালের ১ অগাস্ট প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করেন। ২০১৭ সালেই প্রথম সুপ্রিম কোর্টে পা রাখেন তিনি।

English summary
Former Supreme Court Justice Mohan M Shantanagoudar dies of geriatric disease
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X