সিবিআইয়ের প্রাক্তন স্পেশ্যাল ডিরেক্টর রাকেশ আস্থানা নয়া পদে আসীন
২০১৮ সালে সিবিআই বনাম সিবিআই মামলা ঘিরে গোটা দেশ তোলপাড় হয়েছিল। জাতীয় রাজনীতিতেত কার্যত এই হাইপ্রোফাইল মামলা ব্যাপক সাড়া ফেলে দিয়েছিল। সেই মামলার একদিকে কেন্দ্রীয় চরিত্র ছিলেন তৎকালীন সিবিআই কর্তা রাকেশ আস্থানা। যাঁর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ আনেন আরও এক সিবিআই কর্তা অবোক বর্মা। এবার সেই রাকেশ আস্থানা নয়া পদে আসীন হলেন।

বর্তমানে রাকেশ আস্থানা ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটির ডিরেক্টর জেনারেল পদে রয়েছেন। তবে এবার তিনি বিএসেফ এর ডিরেক্টর জেনারেল পদে বসতে চলেছেন। ১৯৮৪ ব্যাচের গুজরাত ক্যাডরের এই আইপিএস অফিসার দেশের বহু হাই প্রোফাইল মামলায় তদন্তকারী অফিসার হিসাবে ছিলেন। ২০০২ গোধরা কাণ্ড, ১৯৯৭ সালের লালু প্রসাদের পশুখাদ্য কেলেঙ্কারি কাণ্ডের তদন্তে তিনি ছিলেন।
২০১৮ সালে সিবিআই বনাম সিবিআই মামলার জেরে সিবিআই থেকে সরিয়ে দেওয়া হয় এই তাবড় আইপিএসকে। হায়দরাবাদের এক ব্যবসায়ীর থেকে ঘুষ নেওয়া নিয়ে আস্থানা বনাম বর্মা মামলার পারদ চড়তে থাকে। তবে আইনি মামলায় খানিকটা স্বস্তি পরে পেয়ে যান আস্থানা।