For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জঙ্গিদের মদত দেয় পাকিস্তান, ২৫ দেশের প্রতিনিধিদের ডেকে তথ্য দিল ভারত

পাকিস্তানকে আন্তর্জাতিক স্তরে কোণঠাসা করার প্রক্রিয়া শুরু করে দিল ভারত। যার জন্য় শুক্রবার বিকেলে দিল্লিতে ২৫টি দেশের হেড অফ দ্য মিশন-এর সঙ্গে বৈঠক করলেন বিদেশ সচিব বিজয় গোখলে।

  • By Oneindia Staff
  • |
Google Oneindia Bengali News

পাকিস্তানকে আন্তর্জাতিক স্তরে কোণঠাসা করার প্রক্রিয়া শুরু করে দিল ভারত। যার জন্য় শুক্রবার বিকেলে দিল্লিতে ২৫টি দেশের হেড অফ দ্য মিশন-এর সঙ্গে বৈঠক করলেন বিদেশ সচিব বিজয় গোখলে। এই এইচওএম-দের সামনে পুলওয়া জঙ্গি হামলার সমস্ত তথ্য তুলে ধরা হয়। কীভাবে জইশ-ই-মহম্মদ-এর আত্মঘাতী জঙ্গি এই হামলা চালায় তা ব্যাখ্যা করেন বিদেশ সচিব।

জঙ্গিদের মদত দেয় পাকিস্তান, ২৫ দেশের প্রতিনিধিদের ডেকে তথ্য দিল ভারত

ভারত যে এবার আন্তর্জাতিকস্তরে পাকিস্তান-কে ঠেসে ধরবে তা শুক্রবার সকালেই ঘোষণা করে দিয়েছিলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও জানান নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়ে গিয়েছে। প্রতিবেশী রাষ্ট্র যদি মনে করে এভাবে ধ্বংসলীলা চালিয়ে ভারতকে বিধ্বস্ত করা যাবে, তা কখনই নয়। এর কড়া মূল্য চোকাতে হবে বলেও জানিয়ে দেন প্রধানমন্ত্রী।

বিদেশমন্ত্রক সূত্রে খবর হেড অফ দ্য মিশনের দলে যেমন ২৫টি দেশের প্রতিনিধি-রা ছিলেন তেমনি ছিলেন রাষ্ট্রপুঞ্জের পাঁচ স্থায়ী সদস্য। এই বৈঠকে সমস্ত তথ্য-প্রমাণ পেশ করে দেখানো হয় কীভাবে পাকিস্তানের মাটিতে চলা জইশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠন পুলওয়ামায় সন্ত্রাস হামলা চালায়।

জানা গিয়েছে সমস্ত তথ্য-প্রমাণ দেখে ২৫ দেশের হেড অফ দ্য মিশন সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং তাঁরা এই জঙ্গি হামলার কড়া নিন্দা করেছেন। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক স্তরেও হস্তক্ষেপ হওয়া উচিত বলে তারা মত প্রকাশ করেন।

বিদেশ সচিব বিজয় গোখলে ঘটনাক্রমে ২৫ দেশের প্রতিনিধিদের সামনে দেখান কী ভাবে দিনের পর দিন পাকিস্তানের মাটি থেকে সন্ত্রাসের মদত দেওয়া হচ্ছে। যার সবচেয়ে বেশি শিকার হচ্ছে ভারত। এতসত্ত্বেও মাসুদ আজাহার, হাফিজ সঈদদের মতো জঙ্গিরা পাকিস্তানের মাটিতে মুক্ত বিহঙ্গের মতো ঘুরে বেড়াচ্ছে। আর এই জঙ্গিরা ভারতের বিরুদ্ধে একের পর এক সন্ত্রাসের ছক কষছে। যার নবতম শিকার ভারতের সিআরপিএফ বাহিনী। পুলওয়ামায় এই জঙ্গি হামলায় যার জন্য প্রাণ হারিয়েছেন ৪৯ জন আধা-সেনা।

সন্ধ্যে ছ'টা থেকে শুরু হওয়া এই বৈঠকে ছিলেন দক্ষিণ কোরিয়া, সুইডেন, স্লোভাকিয়া, ফ্রান্স, স্পেন, ভুটান, জার্মানি, হাঙ্গেরি, ইটালি, ইউরোপিয়ান ইউনিয়ন, কানাডা, ব্রিটেন, রাশিয়া, ইজরায়েল, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, নেপাল-এর প্রতিনিধিরা।

এদিন দুপুরে পাকিস্তানের হাইকমিশনার সোহেল মেহমুদ-কে ডেকে পাঠানো হয় বিদেশ মন্ত্রকে। বিদেশ সচিব সোহেল মেহমুদের সামনে পুলওয়ামা জঙ্গি হামলায় জইশ-ই-মহম্মদের জড়িত থাকার তথ্য ও প্রমাণ দেওয়া হয়। পাকিস্তান সন্ত্রাসবাদের বিরুদ্ধে সদর্থক ভূমিকা না নিলে ভারত আন্তর্জাতিকস্তরে এ নিয়ে ব্যবস্থা নেবে বলেও জানিয়ে দেওয়া হয়।

এদিকে, এদিনের বৈঠকে চিনা হেড অফ দ্য মিশন-কে রাখা হয়নি। তাঁর সঙ্গে আলাদা করে বৈঠক কেরন বিদেশ সচিব। চিনের সামনে মাসুদ আজাহারের জঙ্গি হওয়ার যাবতীয় প্রমাণও পেশ করা হয়। চিন পুলওয়ামা হামলায় সন্ত্রাসের বিরুদ্ধে নিন্দায় সরব হলেও মাসুদ আজাহার-কে জঙ্গি বলে মানতে রাজি হয়নি। এমনকী, পুলওয়ামা হামলায় পাকিস্তানের জড়িত থাকার অভিযোগও মানতে রাজি নয়।

পাকিস্তানকে কোণঠাসা করতে সেখানে নিয়ুক্ত ভারতীয় হাইকমিশনারকে দেশে ফেরারো নির্দেশ দেওয়া হয়েছে। রাতের মধ্যে তাঁর দিল্লি পৌঁছনোর কথা।

English summary
India has started to put Pakistan behind in International Community and India's foreign Secretary has met 25 countries HOM in Delhi to give the proofs of Pak handling in Pulwama attack.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X