For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাঝ আকাশে বিপত্তি, ১৪ দিনে করাচিতে নামল ভারতীয় বিমান

Google Oneindia Bengali News

ভারতীয় বিমান অবতরণ করল করাচিতে। ঘটনা আজ রবিবার সকালবেলার। শারজাহ থেকে হায়দরাবাদে আসছিল একটি বিমান। মাঝ আকাশে দেখা যায় যান্ত্রিক গোলযোগ। বাধ্য পাকিস্তানের করাচিতে অবতরণ করতে হয় বিমানটিকে।

মাঝ আকাশে বিপত্তি, ১৪ দিনে করাচিতে নামল ভারতীয় বিমান

পাইলট সমস্যা বুঝতে পেরেই জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন বলে জানা গিয়েছে। পাইলট করাচিতে বিমানটিকে নামানোর করার সিদ্ধান্ত নেন। এবার প্রশ্ন উঠছে ওই যাত্রীরা কী ওই বিমান ঠিক হলে তবে দেশে ফিরবেন? না একেবারেই তা নয়। একটি বিশেষ বিমান ইন্ডিগো পাঠাচ্ছে করাচিতে। জানা গিয়েছে যে যাত্রীদের হায়দরাবাদে নিয়ে যাওয়া হবে ওই বিমানে করেই। তবে জানা গিয়েছে যে বিমানের সব যাত্রীরা নিরাপদ আছেন। এও জানা গিয়েছে যে, ইন্ডিগোর এয়ারবাস এ৩২০ বিমানটি করাচিতে অবতরণ করে। ১২৫ জন যাত্রী ছিল তাতে।

বিমান সংস্থার তরফে এক বিবৃতিতে ঘটনা প্রসঙ্গে বলা হয় যে, 'ইন্ডিগোর 6E-1406 বিমান শারজাহ থেকে হায়দরাবাদ যাচ্ছিল। করাচির দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল সেটির মুখ। আসলে পাইলট দ্রুত লক্ষ্য করেন যান্ত্রিক ত্রুটি। এর জেরেই প্রয়োজনীয় পদ্ধতি অনুসরণ করা হয়। এরপর দেখা যায় যে সতর্কতা হিসেবে বিমানটিকে করাচির দিকে ঘুরিয়ে দেওয়া হয়। করাচিতে একটি অতিরিক্ত ফ্লাইট পাঠানো হচ্ছে যাত্রীদের হায়দরাবাদে নিয়ে যাওয়ার জন্য।' তবে এই ঘটনা কিন্তু নতুন নয়। খুব অল্প সময়ের ব্যাবধানে এটি দ্বিতীয় ভারতীয় বিমান যা করাচিতে অবতরণ করতে বাধ্য হল।"

এর আগে গত ৫ জুলাই এরকম ঘটনা ঘটেছিল। সেবার দিল্লি থেকে উড়ে দুবাই যাচ্ছিল একটি স্পাইসজেটের বিমান। সেটিকে করাচিতে অবতরণ করতে হয়েছিল। সম্প্রতি স্পাইসের বিমানে বেশ কয়েকটি যান্ত্রিক ত্রুটির ঘটনা লক্ষ্য করা গিয়েছে। বারবার এমন ঘটনা ঘটার জেরে স্পাইসজেট ডিজিসিএ-র নোটিশও পায়। ইন্ডিগোর বিমানেও যান্ত্রিক গোলযোগ দেখা গিয়েছিল বেশ কয়েকবার।

যাত্রীদের যার জেরে বিপাকে পড়তে হয়েছে। গত পয়লা জুলাই কলকাতা থেকে রায়পুরগামী বিমানে গোলযোগ দেখা গিয়েছিল। যান্ত্রিক গোলযোগ দেখা দেয় বিমানটির ইঞ্জিনে। বিষয়টি পাইলটের নজরে এলে তিনি বিমান ওড়াননি। বিমানটি উড়ে গেলে বিপদ হতে পারত বলে আশঙ্কা করেছিলেন তিনি।

ইউরোপ থেকে আফ্রিকা, প্রবল তাপের জেরে দাবানলে পুড়ছে দেশ ইউরোপ থেকে আফ্রিকা, প্রবল তাপের জেরে দাবানলে পুড়ছে দেশ

English summary
indian flight land in Pakistan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X