For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ক্রিকেট ম্যাচে পাকিস্তানকে সমর্থন,৬৭ জন কাশ্মীরি ছাত্রছাত্রী সাসপেন্ড

Google Oneindia Bengali News

ক্রিকেট ম্যাচে পাকিস্তানকে সমর্থন,৬৭ জন কাশ্মীরি ছাত্রছাত্রী সাসপেন্ড
মীরাট, ৫ মার্চ : ক্রিকেট ম্যাচে পাকিস্তানকে সমর্থন করা ও দলের হয়ে স্লোগান দেওয়ার জন্য ৬৭জন কাশ্মীরি ছাত্রছাত্রীকে মঙ্গলবার সাসপেন্ড করল মীরাটের এক বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়সূত্রে খবর, রবিবার এশিয়া কাপে পাকিস্তানের কাছে হেরে যায় ভারত। এখান থেকেই সূচনা হয় এই ঘটনার। মীরাটের বেসরকারি স্বামী বিবেকানন্দ সুভারতী বিশ্ববিদ্যালয়েক কমিউনিটি হলেই পাকিস্তানের জয়ের আনন্দে চিৎকার করে স্লোগান দিতে থাকে একদল কাশ্মীরি ছাথ্রছাত্রীরা।

'পাকিস্তানের জয়ের আনন্দে চিৎকার করে স্লোগান দিয়ে ওরা দেশবিরোধী কার্যকলাপ করেছে'

বিশ্ববিদ্যালয়ে উপাধ্যক্ষ জানিয়েছেন, ওই ছাত্রীছাত্রীদের স্লোগানে চটে যায় অন্য ছাত্রছাত্রীরা। দুই দলের মধ্যে হাতাহাতি তারপর সংঘর্ষ বেধে যায়। একে অপরকে লক্ষ্য করে ইঁট-পাথর ছুড়তে শুরু করে। বিশ্ববিদ্যালয়ের কর্মীরাই তাদের ছাত্রভঙ্গ করে। এর পরই ওই ৬৭জন কাশ্মীরি ছাত্রছাত্রীকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। যদিও ছাত্রছাত্রীদের অন্য দলটির বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষের যুক্তি, ওই ছাত্রীছাত্রীরা দেশ বিরোধী কার্যকলাপ করেছে। এমনকী হস্টেলের সম্পত্তিও ভাঙচুর করেছে। তাদের দেওয়া স্লোগানের জন্যই হস্টেলে উত্তেজনা সৃষ্টি হয়েছে। সেই কারণেই তাদের সাসপেন্ডের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরিস্থিতি অত্যন্ত সঙ্গীন। সতর্কতাহেতু ওই ছাত্রছাত্রীদের না সরানো হলে ঘটনাটি আরও বড় হতে পারত বলেও কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। এমনকী মীরাটের সাম্প্রদায়িকভাবে সংবেদশীল এলাকাতেও এর প্রভাব পড়তে পারত।

সাসপেন্ড হওয়া ছাত্রছাত্রীদের গাজিয়াবাদ নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে কেউ কেউ জম্মু-কাশ্মীরে ফিরে গিয়েছেন। কারও আশা বিষয়টা একটু থিতোলে আবার হয়তো ফিরে যেতে পারবেন বিশ্ববিদ্যালয়েই।

English summary
For cheering Pakistan in cricket match, 67 Kashmiri students suspended in Meerut
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X