For Quick Alerts
For Daily Alerts
রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কগুলির মিশে যাওয়া নিয়ে বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী
অর্থমন্ত্রীর নির্মলা সীতারমন বেশ কয়েকটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের একত্রিত হওয়ার ঘোষণা করলেন। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ওরিয়েন্টাল ব্যাঙ্ক ও ইউনাইটেড ব্যাঙ্ক একত্রে মিশে যাচ্ছে। এর ফলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পর সম্মিলিত ব্যাঙ্কটি দেশের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্রীয় ব্যাঙ্ক হতে চলেছে।

যার ব্যবসা হবে ১৭.৯৫ লক্ষ কোটি টাকা। এর পাশাপাশি কানাড়া ব্যাঙ্ক, সিন্ডিকেট ব্যাঙ্ক, ইউবিআই, অন্ধ্র ব্যাঙ্ক, কর্পোরেশন ব্যাঙ্ক ইন্ডিয়ান ব্যাঙ্ক, এলাহাবাদ ব্যাঙ্ক মিশতে চলছে বলে জানা গিয়েছে।
এনপিএ-র পরিমাণ ৮.৬৫ লক্ষ কোটি টাকা থেকে কমে ৭.৯০ লক্ষ কোটি টাকায় নেমে এসেছে বলেও এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন।