For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কর্নাটকে আরও ৫ বিদ্রোহীর আবেদন সুপ্রিম কোর্টে! নাটকীয় পরিস্থিতিতে 'ঘরে' ফিরলেন বিধায়ক

কর্নাটকের আরও ৫ বিদ্রোহী কংগ্রেস বিধায়ক বিধানসভার স্পিকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানালেন। এঁদের মধ্যে আনন্দ সিং এবং রোশন বেগও রয়েছেন বলে জানা গিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

কর্নাটকের আরও ৫ বিদ্রোহী কংগ্রেস বিধায়ক বিধানসভার স্পিকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানালেন। এঁদের মধ্যে আনন্দ সিং এবং রোশন বেগও রয়েছেন বলে জানা গিয়েছে। বিধানসভা থেকে পদত্যাগ করার পর সেই চিঠি গ্রহণ না করার জেরেই এই আবেদন বলে জানা গিয়েছে। তাঁদেরকে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন এই পাঁচ বিধায়ক।

স্পিকারের কাছে আরও ৫ বিদ্রোহী বিধায়কের চিঠি

এদিকে নির্দলীয় বিধায়ক আর শঙ্কর এবং এইচ নরেশ ৮ জুলাই কর্নাটকের কংগ্রেস ও জেডিএস সরকারের ওপর থেকে সমর্থন তুলে নেওয়ার কথা ঘোষণা করেছিলেন। তাঁরা স্পিকারের কাছে চিঠি লিখে বিরোধী পক্ষে বসার ব্যবস্থা করার জন্য অনুরোধ করেছে বলে জানাচ্ছে সংবাদ সংস্থা। অন্যদিকে হোটেলে থাকা কংগ্রেস ও জেডিএস-এর বিদ্রোহী বিধায়করা ব্যক্তিগত বিমানে শিরদির পথে রওনা হয়েছেন। বিকেল ৪ টেয় তারা ফিরে আসবেন বলে জানা গিয়েছে।

'ঘরে' ফিরলেন বিদ্রোহী কংগ্রেস বিধায়ক

এদিন বিদ্রোহী কংগ্রেস বিধায়ক নাগরাজ সুর বদল করে দলে ফেরার কথা জানিয়েছেন। তিনি এদিন কংগ্রেস পরিষদীয় দলের নেতা সিদ্দারামাইয়ার সঙ্গেও বৈঠক করে। পরে তিনি বলেন তিনি কংগ্রেসের সদস্য। এই বৈঠকে রাজ্য কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতার উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। এদিকে বিদ্রোহী বিধায়ক ঘরে ফেরায় খুশি কংগ্রেস নেতৃত্ব। দলের গুরুত্বপূর্ণ নেতা ডিকে শিবকুমার বলেছেন, তারা একসঙ্গে থাকবেন এবং একসঙ্গে মৃত্যুবরণ করবেন। কেননা তাঁরা গত ৪০ বছর ধরে কাজ করছেন।

'সরকারের পতন অবশ্যম্ভাবী

তবে কংগ্রেসের প্রচেষ্ট সফল হবে না বলেই মনে করছেন রাজ্য বিজেপি সভাপতি বিএস ইয়েদুরাপ্পা। আস্থা ভোটে মুখ্যমন্ত্রী কুমারস্বামীর অবস্থান আর বক্তব্য দেখেই পরবর্তী কর্মপন্থা ঠিক করা হবে বলে জানিয়েছেন তিনি।

English summary
Five more rebel Karnataka Congress MLAs moved Supreme Court against assembly speaker. The plea filed by the five Karnataka MLAs says disqualification proceedings are being used to threaten and coerce MLAs.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X