For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাশ্মীর ফের কেঁপে উঠল ভয়াবহ জঙ্গি হামলায়! নিহত পাঁচ বাঙালি শ্রমিক, আতঙ্ক

ফের জঙ্গি হামলায় কেঁপে উঠল কাশ্মীর। মঙ্গলবার জঙ্গিদের গুলিতে নিহত হলেন বাংলার পাঁচ শ্রমিক। কাশ্মীরের কুলাগ্রামে বাঙালি শ্রমিকরা কাজ করতে গিয়েছিলেন।

  • |
Google Oneindia Bengali News

ফের জঙ্গি হামলায় কেঁপে উঠল কাশ্মীর। মঙ্গলবার জঙ্গিদের গুলিতে নিহত হলেন বাংলার পাঁচ শ্রমিক। কাশ্মীরের কুলাগ্রামে বাঙালি শ্রমিকরা কাজ করতে গিয়েছিলেন। এদিন আচমকাই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। অসুস্থলেই প্রাণ হারান বাঙালি ৫ শ্রমিক। একজন গুরুতর আহত হয়েছেন। তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।

কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হামলায় নিহত পাঁচ বাঙালি শ্রমিক

কাশ্মীরে ভয়াবহ এই জঙ্গি হামলার পরে চিরুণি তল্লাশি শুরু হয়েছে। পুরো এলাকা কর্ডন করে অপারেশন চালাচ্ছে সেনা-জওয়ান ও পুলিশ। কিন্তু কেন প্রতিদিন জঙ্গি হামলার ঘটনা ঘটছে, কেন নিরাপত্তা এই করুণ অবস্থা তা নিয়ে প্রশ্ন এড়াতে পাচ্ছে নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা।

শনিবার শ্রীনগরের করণনগর এলাকায় সন্ত্রাসীরা টহলরত সিআরপিএফ এবং পুলিশের একটি দলের উপর গ্রেনেড হামলা চালিয়েছিল। তারপর সোমবার সোপারের বাসস্ট্যান্ডে জঙ্গি হামলার ঘটনা ঘটে। এই গ্রেনেড হামলায় জখম হন ২০ জন সাধারণ নাগরিক। আবার ওইদিনই অমরনাথে জঙ্গি হামলায় নিহত হন এক ট্রাক চালক।

জানা গিয়েছে, এদিন কুলাগ্রামে জঙ্গি হামলায় নিহতরা সবাই মুর্শিদাবাদের বাসিন্দা। কুলগ্রামের কাতরাসু গ্রামে অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা। ভাড়া বাড়িতে ছিল শ্রমিকরা, সেখানেই হানা দেয় জঙ্গিরা। গত দুসপ্তাহে কাশ্মীরে যাঁরা টার্গেট হচ্ছেন, তাঁদের অধিকাংশই কাশ্মীরি নন। এর আগে যে ট্রাক চালকদের খুন করা হয়েছে, তাঁরাও কাশ্মীরি নন।

উল্লেখ্য, এদিনই ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা পরিদর্শনে এসেছিলেন কাশ্মীরে। তার আগে-পরে ঘটে গেল ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা। এই জঙ্গি হামলার ঘটনায় ফের একবার প্রশ্ন উঠে গেল নিরাপত্তা নিয়ে। ৫ আগস্ট কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলুপ্ত করার পরও যেভাবে একাধিকবার জঙ্গি হামলা ঘটানো হয়েছে, তা আতঙ্কের পরিবেশ তৈরি করেছে এলাকায়।

কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের পরও সমানে হিংসাত্মক ঘটনা ঘটে চলেছে। ভারতীয় সীমান্তে ঢুকে সন্ত্রাসী ক্রিয়াকলাপ চালাচ্ছে জঙ্গিরা। এর আগেও কাশ্মীর সীমান্তে একাধিকবার গ্রেনেড হামলা হয়েছে। বিরোধীরা দাবি তুলেছে, কেন এই জঙ্গি ক্রিয়াকলপের বন্ধের ব্যাপারে সক্রিয় হবে না কেন্দ্র। ৩৭০ ধারা বিলোপের পর ২২২ বার সংঘর্ষ বিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেছে।

English summary
Five Bengali labors are died in terrorist attack in Kashmir. This incident occurs in Kulagram of Kashmir.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X