For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অযোধ্যার রাম মন্দির ঘিরে প্রথম বড় পদক্ষেপ নিল 'রামাল্য' ট্রাস্ট

  • |
Google Oneindia Bengali News

নভেম্বর মাসের এক ঐতিহাসিক রায়ে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল অযোধ্যার বিতর্কিত মামলা সম্পর্কে শীর্ষ আদালতের নির্দেশ। তারপর থেকেই শুরু হয়েছে রামমন্দির নির্মাণ নিয়ে একের পর এক উদ্যোগ। আর এবার প্রকাশ্যে এল রামমন্দিরের প্রথম মডেল ।

বাস্তুশাস্ত্র মেনে হবে রামমন্দির

বাস্তুশাস্ত্র মেনে হবে রামমন্দির

২১ শতকের বাস্তুর ধাঁচে তৈরি হতে চলেছে অযোধ্যার বিশাল রামমন্দির। মন্দির তৈরি হবে বাস্তুশাস্ত্র মেনে। সেই মন্দিরের প্রথম মডেল রাামাল্য ট্রাস্টের তরফে পেশ করা হয়েছে। ট্রাস্টের সচিব অবিমুক্তেশ্বরানন্দ সরস্বতী থেকে ও জ্যোতিষপীঠ শঙ্করাচার্যস্বামী সরস্বতীর তরফে এই মডেল প্রকাশ করা হয়েছে।

 কোন কোন বিষয় মাথায় রেখে নির্মিত হচ্ছে রামমন্দির?

কোন কোন বিষয় মাথায় রেখে নির্মিত হচ্ছে রামমন্দির?

মূলত, রামমন্দির তৈরির সময় বিশাল পরিমাণ ভক্তসমাগমের কথা মাথায় রেখে এগিয়ে যাওয়ার কথা ভাবছে মন্দিরের ট্রাস্ট। জানা গিয়েছে, ১০ হাজার ফুটেরও বেশি উঁচু এই রামমন্দির নির্মাণ নিয়ে কাজ এখনই শুরু হয়ে গিয়েছে। তবে আপাতত শুধুমাত্র রাম মন্দিরটিই প্রকাশ্যে এসেছে, এরপর মন্দিরের বাকি অংশগুলি প্রকাশ্যে আসতে থাকবে।

 গর্ভগৃহ কেমন হবে?

গর্ভগৃহ কেমন হবে?

মন্দিরের গর্ভগৃহটি প্রায় ২১৬ স্কোয়ার ফিট এলাকা জুড়ে তৈরি হবে। এরমধ্যে প্রতিদিন ১ লাখ ভক্ত প্রবেশ করতে পারবেন। পার্কিং স্পেসে থাকবে হাজারেরও বেশি বাস, রাখা যাবে একসঙ্গে ১০ হাজার গাড়ি, ২১০০০ টি বাইকও সেখানে রাখা যাবে। থাকছে ইন্ডোর আর আউটডোর অডিটোরিয়াম।

English summary
'First' model of Ram temple presented by Ramalya Trust.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X