For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশে সুস্থ প্রথম করোনা আক্রান্ত, উহান থেকে লকডাউন তুলে নেওয়ার কথা ঘোষণা চিন প্রশাসনের

দেশে সুস্থ প্রথম করোনা আক্রান্ত, উহান থেকে লকডাউন তুলে নেওয়ার কথা ঘোষণা চিন প্রশাসনের

  • |
Google Oneindia Bengali News

ভারতে একদিকে যেমন করোনা ভাইরাস দ্রুত ছড়াচ্ছে, অন্য দিকে রোগ মুক্তিও ঘটছে। তবে তার হার রোগ সংক্রমণের তুলনায় নগন্য। এখনও পর্যন্ত ভারতে ৩৭ জনের রোগ মুক্তির কথা জানা গিয়েছে। যার ভারতে প্রথম আক্রান্ত ইতালীয় পর্যটকও রয়েছেন।

ভারতে আক্রান্ত ৪৯২, মৃত ৯

ভারতে আক্রান্ত ৪৯২, মৃত ৯

এদিন সকালের হিসেব অনুযায়ী ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৪৯২ জন এবং মৃত্যু হয়েছে ৯ জনের। দেশের ৭২৮ টি জেলার মধ্যে ৬০৬ টিতে লকডাউন চলছে।

সুস্থ হয়েছে ভারতের প্রথম করোনা আক্রান্ত

সুস্থ হয়েছে ভারতের প্রথম করোনা আক্রান্ত

ভারতের প্রথম করোনা আক্রান্তের রোগ মুক্তি ঘটেছে। যদিও তিনি একজন ইতালীয় পর্যটক।

ভারতে রোগমুক্তি ৩৭ জনের

ভারতে রোগমুক্তি ৩৭ জনের

একের পর এক সংক্রমণের আশঙ্কার মধ্যে খুশির খবর। ভারতে রোগমুক্তি ঘটেছে ৩৭ জনের। যাঁদের মধ্যে ১১ জন ইতালীয় পর্যটক রয়েছেন। সুস্থ হওয়া ইতালীয় পর্যটকদের ইতালির দূতাবাসের হাতে তুলে দেওয়া হয়েছে।

উহান থেকে লকডাউন উঠবে ৮ এপ্রিল

উহান থেকে লকডাউন উঠবে ৮ এপ্রিল

গত পাঁচ-ছয় দিনে উহানে নতুন করে কোনও আক্রান্তের খবর নেই। তবে বেশ কিছু সংবাদ মাধ্যমের দাবি সেখানে আসিম্পটোমেটিক রোগী ধরা পড়েছে। অন্য দিকে বাইরের দেশ থেকে চিনে যাওয়া অনেকের দেহে করোনা ভাইরাস ধরা পড়েছে। চিন প্রশাসন জানিয়েছেন, ৮ এপ্রিল উহান থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। স্বাস্থ্য বিধি মেনে সেখানে মানুষ যেতে পারবেন বলে জানানো হয়েছে। ২৩ জানুয়ারি সেখানে লকডাউন শুরু করা হয়েছিল।

এবার করোনা সংক্রমণের কোপ রাজ্যসভা নির্বাচনের উপরএবার করোনা সংক্রমণের কোপ রাজ্যসভা নির্বাচনের উপর

English summary
First Coronavirus patient in India have made full recovery. He was a Italian tourist.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X