For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মধ্যপ্রদেশে হাসপাতালে বিধ্বংসী আগুনে ঝলসে মৃত্যু ১০ জনের, আহত বহু

মধ্যপ্রদেশের একটি প্রাইভেট হাসপাতালে বিধ্বংসী অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। জব্বলপুরের ওই হাসপাতালের ঘটনায় এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে। একেবারে দাউ দাউ করে জ্ব

  • |
Google Oneindia Bengali News

মধ্যপ্রদেশের একটি প্রাইভেট হাসপাতালে বিধ্বংসী অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। জব্বলপুরের ওই হাসপাতালের ঘটনায় এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে। একেবারে দাউ দাউ করে জ্বলছে হাসপাতালটি। রোগীদের মধ্যেও আতঙ্ক তৈরি হয়েছে। কার্যত প্রাণে বাঁচতে হুড়োহুড়ি বেঁধে গিয়েছে বলে জানা যাচ্ছে।

ঝলসে মৃত্যু ১০ জনের

যদিও এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। কার্যত ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় অন্যান্য রোগীদের দ্রুত অন্য হাসপাতালে ভর্তি করা হচ্ছে।

অন্যদিকে হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, মৃতদের মধ্যে বেশির ভাগই হাসপাতালের স্টাফ। অন্যদিকে দমকল সূত্রে জানা গিয়েছে, আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে। তবে আগুন লাগার কারন এখনও স্পষ্ট নয়। তবে শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে বলে মনে করা হচ্ছে। তবে ঘটনার সময় দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল মুহূর্তের ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, কালো ধোঁয়াতে ঢেকে গিয়েছে চারপাশ। আর আগুনের লেলিহান শিখা ক্রমশ বেরিয়ে আসছে।

ঘটনার পরেই জবলপুরের এসপি সিদ্ধার্থ বহুগুনা পুরো ঘটনা খতিয়ে দেখছেন। তিনি জানিয়েছেন, এতে গুরুতর দগ্ধ হয়ে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়েছে। তিনজন একেবারে ঝলসে গিয়েছে বলে জানা যাচ্ছে। আগুনের গ্রাসে এতটাই ঝলসে গিয়েছে মৃতদের শরীর তাঁদের চেনা যাচ্ছে না বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা। শুধু তাই নয়, বেশ কয়েকজন এই ঘটনায় গুরুতর আহত বলেও জানানো হয়েছে। ফলে মৃতের সংখ্যা ফের বাড়তে পারে বলে জানা যাচ্ছে।

সোমবার দুপুরে হঠাত করেই গোহালপুর থানার চণ্ডাল ভাটা এলাকার নিউ লাইফ মাল্টি স্পেশালিটি হাসপাতালে হঠাৎ আগুন লাগে। কিন্তু হাসপাতালের বের হওয়ার রাস্তা একটি হওয়ার কারণে অনেকে আটকে পড়েন। মুহূর্তের মধ্যেই হাসপাতালের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। ব্যাপক ভাবে দাহ্য পদার্থ থাকার কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে বলে জানা যাচ্ছে। তবে রোগীর আত্মীয়দের অভিযোগ, দীর্ঘ সময় পর ঘটনাস্থলে পৌঁছয় দমকল। যদিও এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

বিপুল টাকা আসলে কার? ইডির প্রশ্নে মেজাজ হারিয়ে জানেন কী বললেন পার্থ বিপুল টাকা আসলে কার? ইডির প্রশ্নে মেজাজ হারিয়ে জানেন কী বললেন পার্থ

প্রসঙ্গত, ২০২১ সালের নভেম্বর মাসে, ভোপালের কমলা নেহেরু হাসপাতালের শিশুদের ওয়ার্ডে আগুন লেগেছিল। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে প্রাণ হারায় চার শিশু। আর এই বিতর্কের মধ্যেই ফের একটি বেসরকারি হাসপাতালে অগ্নিকান্ডের ঘটনা। ইতিমধ্যে এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে। ওই হাসপাতালে পর্যাপ্ত অগ্নি নির্বাপনের ব্যবস্থা ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যাচ্ছে।

English summary
fire breaks out at Madhyapradesh hospital, 10 dead
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X