For Quick Alerts
For Daily Alerts
বাজেট পেশের একদিন আগেই সংসদভবনে অগ্নিকাণ্ড, ১২টি দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে
নয়াদিল্লি, ৩১ জানুয়ারি : আগামীকাল ১ ফেব্রুয়ারি লোকসভায় কেন্দ্রীয় বাজেট পেশ হতে চলেছে। অথচ তার আগে রাতেই অর্থাৎ মঙ্গলবার সংসদ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। দমকলের ১২টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে।

সূত্রের খবর অনুয়ায়ী, সংসদের ৫০ নম্বর ঘরে আগুন লাগে। আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দমকলের ১২টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে অগ্নিকাণ্ডের জেরে কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কি না এখনও জানা যায়নি। কীভাবে আগুন লাগল তাও জানা যায়নি। তবে আগুন লাগার ঘটনা ঘটলেও বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে সূত্রের তরফে জানানো হয়েছে।