For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জাতীয় সুরক্ষার মতোই গুরুত্বপূর্ণ আর্থিক সুরক্ষা, আইবিসি-তে আর কী বললেন কিরেন রিজিজু

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, আর্থিক নিরাপত্তা, জাতীয় নিরাপত্তার মতোই গুরুত্বপূর্ণ।

Google Oneindia Bengali News

ইন্ডিয়ান ব্যাংকিং কনক্লেভ (আইবিসি)-এ, আলোচনায় ব্যাঙ্কিং সেক্টরের তৎপড়তা বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে। বলা হয়েছে ভারতকে উন্নত দেশ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে ব্যাঙ্কিং-এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেইসঙ্গে ব্যাঙ্কিং-এর মাধ্যমে সামাজিক অন্তর্ভুক্তিও বাড়ে।

জাতীয় সুরক্ষার মতোই গুরুত্বপূর্ণ আর্থিক সুরক্ষা

কনক্লেভে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু জানান জাতীয় সুরক্ষার মতোই গুরুত্বপূর্ণ আর্থিক সুরক্ষা। কোনও দেশএর আর্থিক সুরক্ষা না থাকলে মানুষ সেদেশের নাগরিকরা হিসেবে গর্ব অনুভব করতে পারে না। তিনি আরও জানান তিনি নিজে ক্লাস নাইনে পড়ার সময় ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছিলেন। তাঁর অ্যাকাউন্ট নম্বর ছিল পি ১৯। অর্থাত বহু মানুষই ছিলেন ব্যাঙ্কিং সেক্টরের বাইরে।

রিজিজু তোলেন গ্লোবাল ফরচুন ৫০০-এর কথাও। প্রশ্ন করেন, 'গ্লোবাল ফরচুন ৫০০-এ একমাত্র বারতীয় ব্যাঙ্ক হিসেবে রয়েছে এসবিআই। তাছাড়া নাম রয়েছে আরও সাতটি সংস্থার। কেন এর প্রথম ১০০-তে কোনও ভারতীয় ব্যাঙ্ক থাকবে না? বিশ্ব ব্যাঙ্কের থেকে ২টি চাইনিজ ব্যাঙ্ক বেশি লোন দিয়েছে। আমরা এতদিনে মাত্র ৩২ কোটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছতে পেরেছি। কেন ব্যাঙ্ক সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে ছিল?'

তিনি দাবি করেন তাঁদের সরকারের এনপিএ নিয়ে কিছু কঠিন সিদ্ধান্ত ও আরও কিছু কঠোর ব্যবস্থা নেওয়ার ফল ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে। বিরোধীদেরও একহাত নেন রিজিজু। বলেন, এরকম কিছু ব্যবস্থা অবশ্য কাউকে কাউকে অখুশি করেছে। কিন্তু বুঝতে হবে সংকটের সময় কঠিন সিদ্ধান্ত নিতেই হয়। দেশ অসুস্থতার মধ্য দিয়ে যাচ্ছিল, চিকিৎসার দরকার ছিল। এখন আমরা অনেকটাই সুস্থ হয়ে গিয়েছি।'

এদিন জিএসটির প্রসঙ্গও তোলেন রিজিজু। বলেন, 'জিএসটি খুবই দরকারি ছিল। কিন্তু কিছু মানুষের তাতেও অস্বস্তি ছিল। কিন্তু তাদের জন্য তো দেশ থেমে থাকতে পারে না।' তিনি আরও জানান, কেন্দ্রীয় সরকারের উন্নয়ন পরিকল্পনায় ব্যাঙ্কিং-এর একটা বড় ভূমিকা আছে। তাই ব্যাঙ্কিং সেক্টরকে মজবুত করতেই হবে।

English summary
Union minister of state for Home Kiren Rijiju said that National security is as important as financial security.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X