For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শেষ গন্তব্য কী তবে বিজেপি? শাহ-নাড্ডার বৈঠক জল্পনার মধ্যে নিজেই উত্তর দিলেন ক্যাপ্টেন

শেষ গন্তব্য কী তবে বিজেপি? শাহ-নাড্ডার বৈঠক জল্পনার মধ্যে নিজেই উত্তর দিলেন ক্যাপ্টেন

  • |
Google Oneindia Bengali News

চাপা উত্তেজনা কাজ করছিল গত কয়েকদিন ধরেই। পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং দিল্লি উড়ে যেতেই আরও তীব্র হয় সেই জল্পনা। অনেকেই বলছিলেন শীঘ্রই হয়তো বিজেপিতে(bjp) ভিড়তে চলেছেন অভিমানী প্রাক্তন ক্যাপ্টেন(Captain Amarinder Singh)। পাঞ্জাবের(punjab) মুখ্যমন্ত্রীর পদে ইস্তফা দেওয়ার পর যত দিন এগিয়েছে, তত কংগ্রেসের থেকে তাঁর দূরত্ব বেড়েছে বলেও শোনা যাচ্ছিল। যদিও এবার ক্যাপ্টেন নিজেই জল ঢাললেন সেই জল্পনায়।

আদৌও কী হবে শাহি বৈঠক ?

আদৌও কী হবে শাহি বৈঠক ?

পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের দাবি, তিনি রাজনৈতিক নেতাদের সঙ্গে দেখা করতে নয় বরং নতুন পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর জন্য কাপুরথালা ভবন খালি করতে দিল্লিতে ছিলেন। এদিকে গত কয়েকদিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল, অমিত শাহ(amit shah) এবং জে পি নাড্ডার সঙ্গে বৈঠক হতে পারে তাঁর। সেই কারণেই দিল্লিতে গিয়ছেন কংগ্রেসের এই বর্ষীয়ান নেতা। শীঘ্রই করতে পারেন দলবদল। যা নিয়ে নিয়ে জোর চর্চা চলছিল পাঞ্জাবের অন্দরেও।

সিধুকে নিয়ে লাগাতার বিষোদ

সিধুকে নিয়ে লাগাতার বিষোদ

এমনকী এও শোনা যাচ্ছিল কেন্দ্রীয় মন্ত্রিসভায় ক্যাপ্টেন অমরিন্দর সিং-কে সদস্য করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi)। এদিকে মুখ্যমন্ত্রিত্ব যেতেই নভজ্যোত সিং সিধুর বিরুদ্ধে লাগাতার বিষোদগার করেছেন ক্যাপ্টেন। দেশের নিরাপত্তার স্বার্থে সিধু কতটা কতটা বিপজ্জনক তাও তুলে ধরেছেন তিনি। এমনকী তাঁর সঙ্গে পাক যোগের তত্ত্ব তুলে একের পর এক তোপ দাগেন তিনি। আর তখন থেকেই বাড়তে থাকে জল্পনা।

শীঘ্রই কী তবে নতুন সমীকরণ?

শীঘ্রই কী তবে নতুন সমীকরণ?

এদিকে দিল্লিতে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথাও ছিল অমরিন্দরের। কংগ্রেসের তরফে দু'বার তাঁকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব দেওয়ার জন্য দলনেত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাবেন বলে ঘনিষ্ঠ মহল সূত্রে খবর। এদিকে ক্যাপ্টেন যখন দিল্লির উদ্দেশ্য রওনা হচ্ছেন তখনই আবার নাটকীয় মোড় দেখা যায় পাঞ্জাবের রাজ্য-রাজনীতিতে। প্রদেশ কংগ্রেসের দায়িত্ব থেকে আবার ইস্তফা দিয়ে ফেলেছেন সিধু। এখানেই আবার অন্য সমীকরণ দেখছে রাজনৈতিক মহলের একাংশ।

কী বলছেন মিডিয়া উপদেষ্টা রবীণ ঠুকরাল

কী বলছেন মিডিয়া উপদেষ্টা রবীণ ঠুকরাল

এদিকে ক্যাপ্টেন দিল্লি সফর নিয়ে চলা বিতর্কে জল ঢেলেছেন তাঁরই মিডিয়া উপদেষ্টা রবীণ ঠুকরাল। তাঁর কথায়, ব্যক্তিগত সফরের কারণেই দিল্লিতে গিয়েছেন অমরিন্দর। এই সফর নিয়ে অনেক কিছুই রটছে কিন্তু তার বেশিরভাগই ভিত্তিহীন। এই সফরকালে তিনি মূলত কিছু বন্ধুদের সাথে দেখা করবেন। একইসাথে নতুন মুখ্যমন্ত্রীর জন্য কাপুরথালার বাড়িটিও খালি করার কাজ এগিয়ে রাখবেন। এই বিষয়ে অহেতুক জল্পনা করাই বৃথা।"

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Former Punjab Chief Minister Capt Amarinder Singh is joining BJP? Replied himself
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X