For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুরী ধামে কড়া নিরাপত্তায় শুরু রথ যাত্রা, জেনে নিন রথয়াত্রার কিছু অজানা তথ্য

পুরী ধামে আজ উ‌‍‌‍‌ৎসবের মেজাজ। রথে চড়ে মাসির বাড়ি যাবে জগন্নাথ, বলরাম ও শুভদ্রা। কথিত আছে বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণকে এখানে জগন্নাথ রূপে পুজো করা হয়ে থাকে।

Google Oneindia Bengali News

পুরী ধামে আজ উ‌‍‌‍‌ৎসবের মেজাজ। রথে চড়ে মাসির বাড়ি যাবে জগন্নাথ, বলরাম ও শুভদ্রা। কথিত আছে বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণকে এখানে জগন্নাথ রূপে পুজো করা হয়ে থাকে। পুরীর জগন্নাথ মন্দির থেকে গুণ্ডিচা মন্দির পর্যন্ত আড়াই কিলোমিটার পথ রথে করে যাত্রা করেন তিন ভাইবোন। এটাই জগন্নাথদেবের রথযাত্রার মূল উৎসব।

পুরী ধামে কড়া নিরাপত্তায় শুরু রথ যাত্রা, জেনে নিন রথয়াত্রার কিছু অজানা তথ্য

এই রথ যাত্রা নিয়ে একাধিক গল্প শোনা যায়। কথিত আছে মথুরা ঘুরতে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন জগন্নাথ। সেকারণে তৈরি করা হয়েছিল রথ। কিন্তু ভক্তরা যখন সেই রথ টানতে শুরু করেন, তখন কিছুতেই নড়েনি রথের চাকা। শেষে রাজা এসে যখন রথের রশিতে টান দেন তখন রথ চলতে শুরু করে।

গিণ্ডিচা মন্দিরে সাতদিন বিশ্রাম করার পর ফের জগন্নাথ মন্দিরে ফিরে আসেন তিনি। গুণ্ডিচা মন্দিরে সেই সাতদিন মহাভোগ খান জগন্নাথ মিষ্টি, প্যারা, পিঠে, ছানা পোড়া ভোগ দেওয়া হয় গুণ্ডিচা মন্দিরে।

১৯৫৭ সালে ওড়িশার মুখ্যমন্ত্রী নন্দিনী সতপথি নতুন রীতি চালু করেছিলেন, শুভদ্রার রথ মহিলা ভক্তরা টানবেন।
পুরীরে এখন জনতার ঢল। নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে ১০০০০ নিরাপত্তাকর্মী। সিসিটিভি ক্যামেরায় চলছে নজরদারি। পুরীর রথযাত্রায় সামিল হতে এসেছেন বিদেশি পর্যটকরাও।

English summary
‘Festival of Chariots‘, the annual Jagannath Rath Yatra began
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X