For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাত্র ১০ টাকা ঋণ মকুব কৃষকের, যোগীর রাজ্যে এই ঘটনায় সমালোচনার ঝড়

উমরি গ্রামের শান্তি দেবীর কৃষিঋণ ছিল ১ লক্ষ ৫৫ হাজার টাকা। তার মাত্র ১০.৩৭ টাকা ঋণ মকুব হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

উত্তরপ্রদেশের হামিরপুরের এক কৃষকের ১০ টাকা ঋণ মকুব হয়েছে। আর একজনের হয়েছে ২১৫ টাকা। তাদের ঘটা করে মঞ্চ বেঁধে ঋণ মকুবের শংসাপত্র দেওয়া হয়েছে। রাজ্যের শ্রমিক ও কর্মসংস্থান বিষয়ক দফতরের মন্ত্রী নিজের হাতে শংসাপত্র তুলে দিয়েছেন।

মাত্র ১০ টাকা ঋণ মকুব কৃষকের, যোগীর রাজ্যে এই ঘটনায় সমালোচনার ঝড়

উমরি গ্রামের শান্তি দেবীর কৃষিঋণ ছিল ১ লক্ষ ৫৫ হাজার টাকা। তার মাত্র ১০.৩৭ টাকা ঋণ মকুব হয়েছে। ওই একই গ্রামের মুন্নি লালের ঋণ ছিল ৪০ হাজার টাকা। তাঁর ঋণ মকুব হয়েছে মাত্র ২১৫ টাকা।

এর আগে যোগী আদিত্যনাথের সরকার ১ লক্ষ টাকা পর্যন্ত কৃষিঋণ মকুবের ঘোষণা করেছিল। তবে তার ফল এতটা মারাত্মক হতে পারে তা কেউ ভাবতে পারেননি। যোগী সরকার 'কৃষি ঋণ মোচন যোজনা' চালু করেছে। এর ফলে ৮৭ লক্ষ কৃষকের ৩৬ হাজার কোটি টাকা ঋণ মকুব করা হবে বলে ঘোষণাও করা হয়েছে।

শুধু এই দুজন নয়, বিভিন্ন জেলায় বহু কৃষক ঋণ মকুবের স্বপ্ন দেখে এখন এই সমস্যার মুখোমুখি হয়েছেন। যদিও গোটা ঘটনা ধামাচাপা দিতে নেমে পড়েছে প্রশাসনও। এদিকে বিজেপি সরকারের এহেন কাজ দেখে সমাজবাদী পার্টি থেকে শুরু করে বহুজন সমাজ পার্টি, সকলেই তীব্র ব্যঙ্গ করেছে। এখন দেখার যোগী সরকার এই বিষয়ে কী পদক্ষেপ করে।

English summary
Farmers get Rs 10 waived in Uttar Pradesh, Controversy sparks on Yogi govt's move
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X