For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাজ না পেয়ে অপরাধ জগতে এমবিএ ডিগ্রিধারী, সঙ্গী-সহ গ্রেফতার

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

অন্ধ্র
বিজয়ওয়াডা, ৫ অগস্ট: প্রতারণার দায়ে পাঁচ যুবককে গ্রেফতার করে চমকে গেল পুলিশ। দলের পাণ্ডার শিক্ষাগত যোগ্যতা এমবিএ, বাকিদের কারও এমএসি, কারও বিএসসি। এদের একটাই রা। চাকরি না পাওয়ায় অসৎ পথ বেছে নিতে বাধ্য হয়েছে।

লোককে ভয় দেখানো ও প্রতারণার দায়ে সোমবার রাতে পুলিশ এখানে গ্রেফতার করেছে পাঁচজনকে। পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার লাবণ্যলক্ষ্মী জানান, মূল অভিযুক্ত রুদ্রপতি ডেভিড টারমান বাবু (২৮) এমবিএ পাশ। তার দলের বাকি চারজনের বয়স ২৫ থেকে ২৯ বছর। এরাও উচ্চ শিক্ষিত।

কেমন করে লোককে ঠকাত এরা? পুলিশ জানায়, এদের চর ছড়ানো ছিল বিজয়ওয়াডা শহর জুড়ে। সস্তায় লোককে বিদেশ থেকে সোনা আনিয়ে দেবে, এটা বলত। জলের দরে সোনা পাওয়ার লোভে অনেকে এদের ফাঁদে পা দিত। তখন সংশ্লিষ্ট লোককে বলা হত, টাকা নিয়ে অমুক জায়গায় আসুন। দু'জন এজেন্ট হিসাবে ওই টাকা নিতে আসত। দলের বাকি তিনজন লেনদেনের সময় পুলিশের পোশাক পরে হাজির হত। এভাবে সোনা কেনা বেআইনি, এটা বললে এজেন্ট থুড়ি দলের দুই সদস্যকে গ্রেফতার করার নাটক করত তারা। ভুক্তভোগী টাকা ফেরত চাইলে ভুয়ো পুলিশরা বলত, থানা থেকে পরে এসে নিয়ে যাবেন। থানায় গিয়ে খোঁজ নিয়ে লোকে জানতে পারত, পুলিশ এমন কোনও অভিযান চালায়নি। এভাবে পরপর অভিযোগ আসতে থাকায় নড়েচড়ে বসে পুলিশ। জি শ্রীকান্ত নামে এক ব্যক্তিকে টোপ হিসাবে ব্যবহার করে সোমবার রাতে পাঁচ মূর্তিমানকে হাতেনাতে পাকড়াও করা হয়।

ধৃতরা জেরায় জানিয়েছে, চাকরি না পেয়ে বাধ্য হয়ে তারা এ পথ বেছে নিয়েছে। সুযোগ দেওয়া হলে তারা স্বাভাবিক জীবনে ফিরতে রাজি।

English summary
Failing to get a job, MBA degree holder indulged in crime, arrested with four others
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X