For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোভিড–১৯–এর বিরুদ্ধে উচ্চ কার্যকর হতে পারে ব্যর্থ রেমডেসিভির, নতুন গবেষণায় মিলছে আশার আলো

কোভিড–১৯–এর বিরুদ্ধে উচ্চ কার্যকর হতে পারে ব্যর্থ রেমডেসিভির

Google Oneindia Bengali News

রেমডেসিভির সবচেয়ে কার্যকর অ্যান্টিভাইরাল হতে চলেছে সার্স–কোভ–২–বিরুদ্ধে, এই ভাইরাসের কারণেই কোভিড–১৯ হয়। একজন নতুন একক–রোগীর সমীক্ষায় দেখা গিয়েছে যে পূর্ববর্তী গবেষণা বিরোধী, এই ওষুধ মৃত্যুর হারের ওপর কোনও প্রভাব ফেলে না। ব্রিটেনের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা কোভিড–১৯ রোগীকে এই ওষুধ দিয়েছিলেন, যাঁর বিরল রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে, তাঁর উপসর্গে নাটকীয় উন্নতি এবং ভাইরাসের গায়েব হয়ে যাওয়া পর্যবেক্ষণ করা গিয়েছে।

রেমডেসিভির হেপাটাইটিস সি–এর চিকিৎসা করে

রেমডেসিভির হেপাটাইটিস সি–এর চিকিৎসা করে

বিজ্ঞানীরা এর আগে রেমডেসিভি নিয়ে আশা তৈরি করেছিলেন যা মূলত হেপাটাইটিস সি এর চিকিৎসার জন্য তৈরি হয়েছিল এবং পরবর্তীকালে ইবোলার বিরুদ্ধে পরীক্ষা করা হয়েছিল। যদিও খুব বড় ক্লিনিক্যাল ট্রায়াল থেকে কোনও সুরাহা বের না হওয়ায়, অক্টোবরে হু ঘোষণা করেছিল যে এই ওষুধ মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমাতে ব্যর্থ। নতুন এই সমীক্ষা নেচার কমিউনিকেশন জার্নালে প্রকাশিত হয়েছে, খুব কাছ থেকে পর্যবেক্ষণ করা রোগীর মধ্যে কোভিড-১৯ ওষুধের প্রভাবগুলি নির্ধারণের জন্য একটি পৃথক পদ্ধতি ব্যবহার করা হয়েছে।

 কোভিড রোগীর ওপর গবেষণা

কোভিড রোগীর ওপর গবেষণা

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের জেমস থাভেন্থিরান বলেন, ‘‌রেমডেসিভিরের কার্টকারিতা প্রসঙ্গে বিভিন্ন ধরনের সমীক্ষা তাকে সমর্থন বা প্রশ্নের মুখে ফেলার জন্য করা হয়েছে, তবে সংক্রমণের প্রথম ঢেউ চলাকালীন পরিচালিতদের মধ্যে কেউ কেউ এর অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্য নির্ধারণের জন্য অনুকূল নাও হতে পারেন।' গবেষকরা এক্সএলএ রয়েছে এমন ৩১ বছর বয়সী ব্যক্তির ওপর এই গবেষণা করেন, এই এক্সএলএ বিরল জিনগত পরিস্থিতি, যা দেহে অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম এবং সংক্রমণের সঙ্গে লড়াই করে। রোগীর অসুস্থতা শুরু হয় জ্বর, সর্দি-কাশি, বমি দিয়ে এবং ১৯ দিনের মাথায় রোগীর সার্স-কোভ-২ ধরা পড়ে। তাঁর উপসর্গ বাড়তে থাকে এবং ৩০ দিনের মাথায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তাঁকে সাপ্লিমেন্টাল অক্সিজেন দেওয়া হয়, শ্বাস-প্রশ্বাসের সমস্যার জন্য। ওই ব্যক্তির জ্বর এবং ফুসফুসের প্রদাহ ৩০ দিনেরও বেশি সময় ধরে ছিল, তবে শ্বাসকষ্টের গুরুতর সমস্যা বা অন্যান্য অঙ্গগুলিতে ছড়িয়ে পড়েনি।

১০ দিনের রেমডেসিভির কোর্স

১০ দিনের রেমডেসিভির কোর্স

গবেষকরা বলেছিলেন এটি অ্যান্টিবডি তৈরি করতে তাঁর অক্ষমতার কারণে হতে পারে। যদিও অ্যান্টিবডিগুলি সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে তবে তারা দেহের ক্ষতিও করতে পারে এবং মারাত্মক রোগের কারণও হতে পারে। প্রথমে, রোগীকে হাইড্রক্সিক্লোরোকুইন এবং অ্যাজিথ্রোমাইসিন দিয়ে চিকিৎসা করা হয়েছিল, যার খুব কম প্রভাব পড়েছিল এবং ৩৪ দিনের মাথায় চিকিৎসা বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপর রোগীকে দশদিনের রেমডেসিভিরের কোর্স করানো হয়।

দ্বিতীয়বার করোনা আক্রান্ত হন ওই ব্যক্তি

দ্বিতীয়বার করোনা আক্রান্ত হন ওই ব্যক্তি

গবেষকরা দেখেন, ৩৬ ঘণ্টার মধ্যে ওই ব্যক্তির জ্বর এবং শ্বাস-প্রশ্বাসের অসুবিধা উন্নতি করতে শুরু করেছে। শুধু তাই নয়, তাঁর বমি বমি ভাব এবং বমি বন্ধ হয়ে যায় এবং ক্রমবর্ধমান অক্সিজেন স্যাচুরেশন তাঁকে পরিপূরক অক্সিজেন অপসারণের অনুমতি দেয়। ৪৩ দিনের মাথায় ওই রোগীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু ৫৪ দিন পর ফের ওই একই রোগী কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে ফিরে আসেন এবং হাসপাতালে পুনরায় ভর্তি হন। একইভাবে ফের ওই রোগীকে দশদিনের রেমডেসিভিরের কোর্স করানো হয়। এবারও তাঁর জ্বর কমে যায় এবং অন্যান্য উপসর্গগুলিও গায়েব হয়ে যায় এবং তিনি সুস্থ হয়ে ওঠেন।

চিন লাদাখের ভূগোল বদলাতে চাইলে আমরাও যুদ্ধের জন্য প্রস্তুত! হুঙ্কার সেনা সর্বাধিনায়ক বিপিন রওয়াতের চিন লাদাখের ভূগোল বদলাতে চাইলে আমরাও যুদ্ধের জন্য প্রস্তুত! হুঙ্কার সেনা সর্বাধিনায়ক বিপিন রওয়াতের

English summary
Remdesivir can have a highly effective impact against coronavirus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X