For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির দাক্ষিণাত্যের সঙ্গীই প্রশ্ন তুলছে 'এক্সিট পোল' নিয়ে! জমে উঠছে ভোট পরবর্তী রাজনীতি

দাক্ষিণাত্যে একমাত্র দ্রাবিড়ভূম কর্ণাটক বাদ দিলে বাকি সমস্ত জায়গাতেই মুখ থুবড়ে পড়েছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। এমনই দাবি সমস্ত চ্যানেলেনর এক্সিট পোল-এর।

Google Oneindia Bengali News

দাক্ষিণাত্যে একমাত্র দ্রাবিড়ভূম কর্ণাটক বাদ দিলে বাকি সমস্ত জায়গাতেই মুখ থুবড়ে পড়েছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। এমনই দাবি সমস্ত চ্যানেলেনর এক্সিট পোল-এর। তামিলনাড়ুতে ৩৯ টি আসনের মধ্যে জয়ললিতার পার্টি এআইডিএমকে মাত্র ৪ থেকে ১১ টি আসন পেতে পারে বলে দাবি করেছে বিভিন্ন এক্সিট পোল-এর সমীক্ষার। উল্লেখ্য , দাক্ষিণাত্যে বিজেপির অন্যতম জোট সঙ্গী এআইডিএমকে।

বিজেপির দাক্ষিণাত্যের বন্ধুই প্রশ্ন তুলছে এক্সিট পোল নিয়ে! জমে উঠছে ভোট পরবর্তী রাজনীতি

রবিবাসরীয় রাতে সপ্তদশ লোকসভা নির্বাচন ঘিরে এক্সিট পোল প্রকাশ্যে আসে। তাতে সারা দেশে বিজেপি ও এনডিএর হাওয়া জোরদার হলেও, খানিকটা পিছিয়ে যায় দাক্ষিণাত্য ও উত্তরপ্রদেশ। দক্ষিণ ভারতে কেবলমাত্র কর্ণাটকে বিজেপির পক্ষে জমি পোক্ত। অন্যদিকে, তামিলনাড়ুতে পরিস্থিতি অত্যন্ত খারাপ এনডিএ জোটের। যদিও এনডিএ শরিক এআইডিএমকে-র দাবি এই এক্সিট পোল এক্কেবারেই ভ্রান্ত। সমস্তটাই মিথ্যা।

প্রসঙ্গত কংগ্রেসেরে সঙ্গী তামিলনাড়ুতে ডিএমকে। আর তামিলভূমিতে কংগ্রেসের ইউপিএর সঙ্গী ভালো ফল করবে বলে দাবি সমীক্ষার। চির প্রতিদ্বন্দ্বী এআইডিএমকে-র থেকে লোকসভা ভোট যুদ্ধে তাঁরা অনেকটাই এগিয়ে থাকবে বলে মনে করা হচ্ছে। তবে , এক্সিট পোল-এর সঙ্গে ভোট ফলাফল কতটা মিলে যায়, সেদিকে নজর সমস্ত মহলের।

English summary
Exit Polls A Lie, Says Tamil Nadu Chief Minister, A BJP Ally .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X