For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রেস্টিজিয়াস ফাইটে শেষ হাসি কার? বাবুয়া না যোগী মুখ্যমন্ত্রী হিসাবে প্রথম পছন্দ কে?

উত্তরপ্রদেশের প্রেস্টিজিয়াস ফাইটে শেষ হাসি কার? বাবুয়া না যোগী মুখ্যমন্ত্রী হিসাবে প্রথম পছন্দ কে?

  • |
Google Oneindia Bengali News

উত্তরপ্রদেশকে কেন্দ্র করে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ! ভোটের দিন ঘোষণা হওয়ার পর থেকেই একের পর এক খেলা ঘুরতে থাকে রাম রাজ্যে। যোগী আদিত্যনাথের মন্ত্রিসভায় লাগাতার ভাঙন ধরান অখিলেশ। একের পর এক প্রভাবশালী নেতাকে নিজের ঘরে তোলেন সপা প্রধান। শুধু তাই নয়, একাধিক ইস্যুতে বিজেপিকে একের পর এক গোল দিচ্ছেন তিনি। ইতিমধ্যে উত্তরপ্রদেশকে ঘিরে তৈরি হয়েছে জোট। একাধিক শক্তিকে নিয়ে এই জোট তৈরি করেছেন অখিলেশ। ২০২২ উত্তরপ্রদেশে পরিবর্তন হবেই! এই চ্যালেঞ্জ নিয়েই ভোটের ময়দানে নেমেছেন অখিলেশ যাদব।

মুখ্যমন্ত্রী হিসাবেও কতটা মানুষের পছন্দ যোগী?

মুখ্যমন্ত্রী হিসাবেও কতটা মানুষের পছন্দ যোগী?

কিন্তু এই অবস্থায় কোন দিকে পাল্লা ভারি। কোন পথে উত্তরপ্রদেশের রাজনীতি? মুখ্যমন্ত্রী হিসাবেও কতটা মানুষের পছন্দ যোগী আদিত্যনাথ। আর সেই সমস্ত বিষয় নিয়ে একটি সমীক্ষা (opinion poll) চালিয়েছে জি নিউজ (Zee News)। তাঁদের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ২০২২ উত্তরপ্রদেশের নির্বাচনে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে মানুষের পছন্দে অনেকটাই এগিয়ে রয়েছেন বিজেপির যোগী আদিত্যনাথ। পছন্দের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন অখিলেশ যাদব। এই দুজনের থেকে অনেকটাই দূরে থেকেই থার্ড পজিশনে মায়াবতী।

প্রিয়াঙ্কা গান্ধী নিয়ে কি ভাবছে মানুষ?

প্রিয়াঙ্কা গান্ধী নিয়ে কি ভাবছে মানুষ?

মহিলাদের সুরক্ষা সহ একাধিক বিষয়কে সামনে রেখে প্রচারে জোর দিয়েছেন কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধী বদরা। শুধু তাই নয়, মহিলাদের মন পেতে একগুচ্ছ পদক্ষেপও করছেন। প্রার্থী তালিকাতে মহিলাদের নিয়ে এসে একের পর এক চমক দিয়েছেন কংগ্রেস নেত্রী। কিন্তু জি নিউজের সমীক্ষা বলছে প্রিয়াঙ্কা গান্ধী মানুষের পছন্দের তালিকাতে থাকলেও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মুখ হিসাবে মোটেই প্রথম পছন্দের নয়। মাত্র ৪ থেকে পাঁচ শতাংশ মানুষই সে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে প্রিয়াঙ্কাকে পছন্দ করছেন।

অখিলেশ-যোগীর কার্যত প্রেস্টিজিয়াস ফাইট

অখিলেশ-যোগীর কার্যত প্রেস্টিজিয়াস ফাইট

আগামী ১০ ফেব্রুয়ারি থেকেই শুরু হচ্ছে পাঁচ রাজ্যের বিধানসভা ভোট। সাত দফায় ভোট হবে। তবে পাঁচ রাজ্যের মধ্যে উত্তরপ্রদেশের ৪০৩টি আসনের দিকেই নজর থাকবে গোটা দেশের। কারনে এখানে অখিলেশ-যোগীর কার্যত প্রেস্টিজিয়াস ফাইট দেখবে দেশের মানুষ।

এক নজরে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মুখ হিসাবে কাকে পছন্দ

এক নজরে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মুখ হিসাবে কাকে পছন্দ

জি নিউজের ওপিনিয়ন পোল বলছে রাম-রাজ্যের ৪৭ শতাংশ মানুষ বলছেন যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী মুখ হিসাবে ঠিক আছে। ৩৫ শতাংশ মানুষ চান সপা প্রধান অখিলেশ যাদবকেই। মায়াবতী মুখ্যমন্ত্রী মুখ হিসাবে চান সে রাজ্যের মাত্র ৯ শতাংশ মানুষ। প্রিয়াঙ্কা গান্ধীকে পছন্দ মাত্র ৫ শতাংশ লোকের। অন্যান্যদের তালিকা মাত্র ৪ শতাংশ।

অঞ্চল ভিত্তিতে মুখ্যমন্ত্রী হিসাবে কাকে চান?

অঞ্চল ভিত্তিতে মুখ্যমন্ত্রী হিসাবে কাকে চান?

ওধ (লখনউ, প্রয়াগরাম, অযোধ্যা এবং অন্যান্যরা):-

যোগী আদিত্যনাথ: ৪৭%
অখিলেশ যাদব: ৩৪%
মায়াবতি: ১০%
প্রিয়াঙ্কা গান্ধী ভদরা: পাঁচ %
অন্যান্য: চার %

পুর্বাঞ্চল-

পুর্বাঞ্চল-

যোগী আদিত্যনাথ: ৪৮%
অখিলেশ যাদব: ৩৫%
মায়াবতি: ৯%
প্রিয়াঙ্কা গান্ধী ভদরা: পাঁচ%
অন্যান্য - চার%

বুন্দেলখান্ড (Bundelkhand)

বুন্দেলখান্ড (Bundelkhand)

যোগী আদিত্যনাথ: ৫০%
অখিলেশ যাদব: ৩১%
মায়াবতি: ১১%
প্রিয়াঙ্কা গান্ধী ভদরা: পাঁচ শতাংশ
অন্যান্য - তিন শতাংশ

রুহেখান্ড (Ruhekhand)

রুহেখান্ড (Ruhekhand)

যোগী আদিত্যনাথ: ৪৭ %
অখিলেশ যাদব: ৩৭ %
মায়াবতি: ৯ %
প্রিয়াঙ্কা গান্ধী ভদরা: ৩ %
অন্যান্য - চার শতাংশ

মধ্য উত্তর প্রদেশ (Central UP)

মধ্য উত্তর প্রদেশ (Central UP)

যোগী আদিত্যনাথ: ৪৭ %
অখিলেশ যাদব: ৩৫ %
মায়াবতি: ৯ %
প্রিয়াঙ্কা গান্ধী ভদরা: চার শতাংশ
অন্যান্য - পাঁচ শতাংশ

উত্তরপ্রদেশের পশ্চিম অংশে (Western UP)

উত্তরপ্রদেশের পশ্চিম অংশে (Western UP)

যোগী আদিত্যনাথ: ৪৩ %
অখিলেশ যাদব: ৪১ %
মায়াবতি: ৯ %
প্রিয়াঙ্কা গান্ধী ভদরা: চার শতাংশ
অন্যান্য - তিন শতাংশ

English summary
Exit poll: Yogi Adityanath or Akhilesh Yadav, whom will people choose in Uttar Pradesh Assembly Election 2022
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X