For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডায়ালেসিস চলাকালীন বিকল বিদ্যুৎ সরবরাহ, প্রাণ কাড়ল যুবকের

Array

Google Oneindia Bengali News

এক বছর চল্লিশের ব্যক্তির প্রান গেল ডায়ালেসিস চলাকালীন কারেন্ট চলে যাওয়ায়। কারেন্ট চলে যাওয়ায় আচমকাই বন্ধ য়ে যায় তার ডায়ালেসিসের প্রক্রিয়া এতেই প্রাণ চলে যায় ওই ব্যক্তির। ঘটনাটি ঘটেছে আমরোহা জেলার হাসপাতালে। বুধবার ওই রোগী মারা গিয়েছে বলে জানা।

ডায়ালেসিস চলাকালীন বিকল বিদ্যুৎ সরবরাহ, প্রাণ কাড়ল যুবকের

ঘটনার কারণ পরে সামনে এসেছে। জানা গিয়েছে ওই ব্যক্তির নাম মহম্মদ আমির। তিনি এক বেসরকারি হাসপাতালে মারা যান। তবে ওই ডায়ালেসিস বন্ধ হয়েছিল সরকারি হাসপাতালে। ক্রমেই সেখানে তার অবস্থা খারাপ হতে শুরু করে। স্বাভাবিক কারণে ওই অবস্থায় তাঁকে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করে পরিবার। তারপর মারা যায় সে।

জানা গিয়েছে আমির নামে ওই ব্যক্তি আমরোহা গিয়েছিলেন সকাল সাড়ে ৬টায়। ডায়ালেসিসের জন্য। ডায়ালেসিস শুরু হয়। মাঝপথে তা আচমকা বন্ধ হয়ে যায়। এতেই হয় সমস্যা। আমির কারেন্ট আসার জন্য বাইরে অপেক্ষা করে। কিন্তু লাভ হয়নি। দীর্ঘক্ষন তাঁকে ওই অবস্থায় অপেক্ষা করতে হয়।

শেষে আর কিছু করার ছিল না। ওই অবস্থায় তাঁকে বাড়ি ফিরে আসতে হয়। বাড়িতে আসার পরেই তার শরীর খারাপ করতে শুরু করে দেয়। দ্রুত তার পরিবার তাঁকে নিয়ে চল যায় মোরাদাবাদের হাসপাতালে। সেখানেই সে মার যায়।

চিকিৎসক জানিয়েছেন , 'আমাদের ওই ইউনিটে কারেন্ট চলে যাওয়ায় ডায়ালেসিসের জন্য যে জল দরকার তার সরবরাহে সমস্যা হয়ে যায়। ফলে ডায়ালেসিস করা যায় নি। জেনারেটর ছিল , সেগুলি কাজও করছিল কিন্তু রোগীর অবস্থা খারাপ ছিল। সে পঙ্গু হয়ে গিয়েছিল'।

তবে অন্য সূত্রে জানা গিয়েছে ওই হাসপাতালে সারাদিন আর কারেন্ট আসেইনি। পরের দিন মানে বৃহস্পতিবারে আসে কারেন্ট। সেই সুত্র আবার বলছে হাসপাতালের ডায়ালেসিস ইউনিট চালানোর জন্য দায়িত্ব দেওয়া আছে একটি বেসরকারি সংস্থার উপর। তাঁদেরই দায়িত্ব এইটা দেখা যে, সব ঠিকঠাক হচ্ছে কি না। সাধারণত কিডনি বিকল হলে ডায়ালাইসিস করতে হয়। কিডনি বা বৃক্ক এবং এর বিকল্প ডায়ালাইজার তরল পদার্থের ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে রক্ত হতে বর্জ্য পদার্থ এবং সূক্ষ ছাঁকন প্রক্রিয়ায় পানি ছেঁকে একে মূত্র হিসেবে শরীর থেকে বের করে দেয়

কোন কারণে কিডনি নষ্ট হলে কিডনির পরিবর্তে কৃত্রিম ছাঁকনি ব্যবহার করে তার মধ্যে দিয়ে শরীরে প্রবাহিত সমস্ত রক্ত ছেঁকে শরীর থেকে বর্জ্য বের করে দেওয়ার প্রক্রিয়াকে চিকিৎসা শাস্ত্রে বলা হয় ডায়ালাইসিস্ এবং যে কৃত্রিম ছাঁকনি দিয়ে এ ছাঁকন প্রক্রিয়া করা হয় তাকে বলা হয় ডায়ালাইজার

English summary
eruption in dialysis cause death
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X