For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লোকসভা নির্বাচনের আগে হাসি ফিরতে পারে কর্মীদের মুখে! বাড়তে পারে সুদের হার

চলতি বছরে সুদের হার বাড়াতে পারে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। বর্তমানে সুদের হার ৮.৫৫ শতাংশ। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর এমনটাই।

  • |
Google Oneindia Bengali News

চলতি বছরে সুদের হার বাড়াতে পারে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। বর্তমানে সুদের হার ৮.৫৫ শতাংশ। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর এমনটাই।

লোকসভা নির্বাচনের আগে হাসি ফিরতে পারে কর্মীদের মুখে! বাড়তে পারে সুদের হার

সুদের হার বৃদ্ধির ভাল সুযোগ তৈরি হয়েছে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ইপিএফের তিন আধিকারিক। মুদ্রাস্ফীতিতে পতনের জন্য নিদেন পক্ষে গতবছরে প্রাপ্ত সুদের হার বজায় রাখার সম্ভাবনা।

বাৎসরিক অন্তবর্তী পর্যালোচনার পর ইপিএফও সুদের হার নির্ধারণ করে থাকে। যা এখনও চলছে বলে জানা গিয়েছে।

২০১৯-এর অর্থবর্ষে ৮.৫৫ শতাংশের ওপর সুদ দেওয়া নিয়ে কথা চলছে। অ্যাকাউন্টের অডিটও চলছে। ফলে চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না বলে জানিয়েছেন এপিএফও-র সেন্ট্রাল ট্রাস্টি বোর্ডের সদস্য প্রভাবকর বানাসুর।

সুদের হার অপরিবর্তিত থাকলেও, ২০১৯ অর্থবর্ষে এটাই সবথেকে লাভনজক সঞ্চয় প্রকল্প। আর যদি সুদ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে সংগঠিত ক্ষেত্রে প্রায় ছয় কোটি শ্রমিক উপকৃত হবেন। যা সাধারণ নির্বাচনের আগে কর্মী কিংবা সরকার সবাইকেই স্বস্তি দেবে।

এই মুহুর্তে পিপিএফ কিংবা এনএসসি-তে সুদের হার ৭.৭। যা ২০১৮-তেও ছিল।

সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ইপিএফও-র হাতে গত বছরে বাড়তি ৬০০ কোটি টাকা ছিল। সম্প্রতি ইপিএফও প্রায় ৫০ হাজার কোটি টাকা শেয়ার বাজারে লাগিয়েছে।

English summary
EPFO may hike interest rate on employees’ provident fund for FY 19
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X