For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নয়া 'কাউন্ট ডাউন' শুরু, পৃথিবীর ধ্বংস ২৮ সেপ্টেম্বর?

  • By Oneindia Staff Writer
  • |
Google Oneindia Bengali News

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর : ফের নতুন করে পৃথিবীর ধ্বংসের দিন নিয়ে শুরু হয়েছে নয়া জল্পনা। পৃথিবী ধ্বংসের সম্ভাবনা রয়েছে ২৮ সেপ্টেম্বর, এমনটাই জানা গিয়েছে নতুন করে।

বাইবেলের তাত্ত্বিকগণের একটি অংশ এই দাবি করেছে এবং তেমন কিছু হলে আর মাত্র ১৬ দিন সময় রয়েছে হাতে। একটি সংখ্যালঘু খ্রিষ্টান গোষ্ঠীর তরফে দাবি করা হয়েছে, ২১ থেকে ২৮ সেপ্টেম্বরের মধ্য়ে কোনও একদিন পৃথিবীতে প্রলয় আসতে চলেছে।

নয়া 'কাউন্ট ডাউন' শুরু, পৃথিবীর ধ্বংস ২৮ সেপ্টেম্বর?

সেদিন পূর্ণ চন্দ্রগ্রহণ রয়েছে এবং তা ভয়ঙ্কর রূপ নিতে পারে। গত বছরের ১৫ এপ্রিল থেকে এই ক'দিনে এই নিয়ে চারবার চন্দ্রগ্রহণ হতে চলেছে যা প্রলয়ের সঙ্কেতই বহন করছে বলে দাবি করা হয়েছে।

এব্যাপারে মহাকাশ গবেষণা সংস্থা নাসা কি বলছে? প্রতিবারের মতো এবারও এমন সম্ভাবনার কথা খারিজ করে দিয়েছে। আগামী কয়েকশো মধ্য়ে এমন কোনও সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে। গ্রহাণু বা অন্য কোনও বস্তুর পৃথিবীর সঙ্গে সংঘর্ষের কোনও সম্ভাবনার গল্প নিছকই কল্পনা বলে মন্তব্য করা হয়েছে।

English summary
End of the World imminent? Doomsday on Sept 28, 2015 predicted: Reports
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X