For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোটের প্রস্তুতি শুরু! মুখ্যসচিব, পুলিশ প্রধানদের চিঠি কমিশনের

২০১৯-এর লোকসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিল নির্বাচন কমিশন। সব রাজ্যের মুখ্যসচিব এবং পুলিশ প্রধানদের নির্দেশ পাঠানো হয়েছে কমিশনের তরফ থেকে।

  • |
Google Oneindia Bengali News

২০১৯-এর লোকসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিল নির্বাচন কমিশন। সব রাজ্যের মুখ্যসচিব এবং পুলিশ প্রধানদের নির্দেশ পাঠানো হয়েছে কমিশনের তরফ থেকে। বদলি প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, ৪ থেকে ৮ মার্চের মধ্যে দেশে নির্বাচনের দিন ঘোষণার সম্ভাবনা। আর নির্বাচনের দিন ঘোষণা হলেই সারা দেশেই আদর্শ আচরণ বিধি লাগু হয়ে যাবে।

ভোটের প্রস্তুতি শুরু! মুখ্যসচিব, পুলিশ প্রধানদের চিঠি কমিশনের

জানা গিয়েছে, নির্বাচন কমিশন সব রাজ্যের মুখ্যসচিব এবং পুলিশ প্রধানদের নির্দেশ পাঠিয়েছে, যাতে সব ট্রান্সফার ২৮ ফ্রেব্রুয়ারির আগেই সম্পন্ন হয়ে যায়। আর এরমধ্যই যাঁদের ট্রান্সফার করা হয়েছে, সেটাও যেন নির্বাচন কমিশনকে জানানো হয়।

কার্যত এখনও একমাস সময় রয়েছে রাজ্য সরকারগুলির কাছে। নির্বাচনের দিন ঘোষণার সঙ্গে সঙ্গে আদর্শ আচরণ বিধি চালু হয়ে যায়। সেই সময় কোনও বদলি করতে পারে না রাজ্য সরকারগুলি। সেই সময় বদলি কার্যকর করার প্রক্রিয়া চলে যায় নির্বাচন কমিশনের হাতে। বলে চলে সেই সময় নির্বাচন কমিশনের অনুমতি ছাড়া কোনও বদলি প্রক্রিয়া সম্পন্ন করা যায় না। বলা যেতে পারে ২০১৯-এর ভোটের প্রস্তুতি শুরু করে পরবর্তী পর্যায়ে ঢুকে গিয়েছে নির্বাচন কমিশন। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেওয়ার অর্থ, তার পরবর্তী কোনও এক সময়ে নির্বাচনের দিন ঘোষণা করবে নির্বাচন কমিশন।

২০১৪ সালে মার্চের প্রথম সপ্তাহে নির্বাচনের দিন ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। সূত্রের খবর অনুযায়ী, এবছরে ৪ থেকে ৮ মার্চের মধ্যে নির্বাচনের দিন ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। ২০১৪ সালে নির্বাচন হয়েছিল ৯ দফায়। ৭ এপ্রিল থেকে ১২ মে-র মধ্যে ভোট নেওয়া হয়েছিল ৯ দফায়। যার মধ্যে পশ্চিমবঙ্গে ভোট হয়েছিল ৫ দফায়। সূত্রের খবর অনুযায়ী এবারে ভোট হতে পারে ৯ কিংবা ১০ দফায়। আর পশ্চিমবঙ্গে ভোট হতে পারে ৫ থেকে ৬ দফায়।

English summary
Election commission of India send letters to Chief Secretary and DG's to conclude transfers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X