For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দায়িত্ব নিয়েই কড়া সিদ্ধান্ত নতুন মুখ্য নির্বাচন কমিশনারের, নিয়ম ভঙ্গে কড়া পদক্ষেপের সিদ্ধান্ত

দায়িত্ব নিয়েই কড়া সিদ্ধান্ত নতুন মুখ্য নির্বাচন কমিশনারের, নিয়ম ভঙ্গে কড়া পদক্ষেপের সিদ্ধান্ত

Google Oneindia Bengali News

দায়িত্বে নিয়েই একের পর এক কড়া পদক্ষেপ করার সিদ্ধান্ত নিতে শুরু করেছেন রাজ্যের মুখ্য িনর্বাচন কমিশনার রাজীব কুমার। ২০২৪-র লোকসভা ভোটকে সমনে রেখেই পরিস্থিতি তৈরি করতে শুরু করে িদয়েছে নির্বাচন কমিশন। একদিেক যেমন রাজনৈতিক দলগুলি তোরজোর করতে শুরু করে দিয়েছে ঠিক তেমনই কমিশন কোমর কষেছে। ২০২৪-র লোকসভা ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।

 নিয়ম ভঙ্গে কড়া পদক্ষেপের সিদ্ধান্ত

কয়েকদিন আগেই দেশের নতুন মুখ্য নির্বাচন কমিশনারের দয়িত্ব নিেয়ছেন রাজীব কুমার। তিনি দায়িত্ব নেয়ার পরেই ধাপে ধাপে কাজ শুরু করে দিয়েছেন তিনি। হিসাব বহির্ভুত খরচ করা হলে রাজনৈতিক পার্টি গুলির বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ২০২৪-র লোকসভা ভোটকে সামনে রেখেই এই তোরজোর শুরু হয়ে গিয়েছিল। দেশের প্রায় ২১০০ রাজনৈিতক দলের বিরুদ্ধে হিসাব বহির্ভুত খরচ করার অভিযোগ উঠেছে। ৬৬টি রাজনৈতিক দলের বিরুদ্ধে আয়ের সঠিক উৎস্য উল্লেখ না করার অভিযোগ উঠেছে।

 নিয়ম ভঙ্গে কড়া পদক্ষেপের সিদ্ধান্ত

ইতিমধ্যই একাধিক রেজিস্টার করা পার্টির নাম প্রকাশ্য এসেছ যাদের বাস্তবে কোনও অস্তত্ব নেই। ২০২১ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত সেই সংখ্যাটা ছিল ২৭৯৬। ২০০১ সালের থেকে সেই সংখ্যা ৩০০ শতাংশ বেড়ে গিয়েছে। সেই সব অস্তিত্বহীন কিন্তু রেজিস্ট্রার পার্টিগুলিকে চিহ্নিত করার নির্দেশ দেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে চলেছে নির্বাচন কমিশন। একাধিক ভুয়ো কোম্পানির কাছ নামে এই সব পার্টি গুলির নামে টাকা এসেছে। সেগুলিকে দ্রুত চিহ্নিত করে কড়া পদক্ষেপ করতে চাইছে নির্বাচন কমিশন।

২০২২-র লোকসভা ভোট কড় হাত যে মোকাবিলা করত চলেছ নির্বাচন কমিশন সেটা স্পষ্ট হয়ে গিয়েছে।একাধিক কোম্পানি এই সব অস্তিত্বহীন রাজনৈতিক দলগুলিকে টাকা দেওয়ার নামকরে আয়কর মকুব করার দাবি জানিয়েছে। সেই সব কোম্পানি গুলিকে চিহ্নিত করার কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। মূলত লোকসভা ভোটের কথা মাথায় রেখেই এই কাজ করা হচ্ছে বলে দাবি করা হয়েছে।

 লক্ষ্য ২০২৪-এর লোকসভা! বিরোধীদের কাত করতে ২০২৬-র পদ্ধতি অনুসরণ, বুথকে শক্তিশালী করতে পরিকল্পনা বিজেপির লক্ষ্য ২০২৪-এর লোকসভা! বিরোধীদের কাত করতে ২০২৬-র পদ্ধতি অনুসরণ, বুথকে শক্তিশালী করতে পরিকল্পনা বিজেপির

English summary
Election new rule
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X