মার্চেই আট পর্বে উপনির্বাচন জম্মু ও কাশ্মীরের প্রায় ১৩ হাজার গ্রাম পঞ্চায়েতে
আগে শোনা যাচ্ছিল ভোট হতে পারে ফেব্রুয়ারিতে কিন্তু সদ্য সরকারি নির্দেশিকায় দেখা যাচ্ছে চলতি বছরের মার্চ মাসে জম্মু ও কাশ্মীরে আট-পর্বের পঞ্চায়েত উপনির্বাচন হতে চলেছে।

৫ই মার্চ থেকে শুরু হবে নির্বাচন প্রক্রিয়া
সূত্রের খবর, জম্মু ও কাশ্মীরের প্রায় সাড়ে বারো হাজারের বেশি পঞ্চায়েত আসনের উপ-নির্বাচন আগামী ৫ই মার্চ থেকে মোট আটটি ধাপে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার একথা জানান জম্মু-কাশ্মীরের প্রধান নির্বাচনী কর্মকর্তা শৈলেনদার কুমার। তিনি বলেন আগামী ৫ই মার্চ থেকে ২০ শে মার্চ পর্যন্ত ভোটগ্রহণ পর্ব চলবে।

পঞ্চ ও সরপঞ্চের শূন্যপদ পূরণের জন্যই হতে চলেছে উপনির্বাচন
পাশাপাশি ভোট দেওয়ার জন্য ব্যালট ব্যবহার করা হবে বলেও এদিন জানান তিনি। এদিকে জম্মু ও কাশ্মীরের গ্রাম পঞ্চায়েত গুলিতে পঞ্চ ও সরপঞ্চ পদে প্রায় ১৩,০০০ শূন্য পদ ফাঁকা রয়েছে বলে জানা যাচ্ছে। সেই শূন্যপদ গুলি পূরণের উদ্দেশ্যেই এই নির্বাচন হতে চলেছে বলে জানা যাচ্ছে।

৩৭০ ধারা বিলোপের পর প্রথম ভোট
গত বছরের আগস্টে সংবিধানের ৩৭০ ধারা বিলোপের মাধ্যমে জম্মু-কাশ্মীরের বিশেষ অধিকার খর্ব করা ও গোটা রাজ্যকে পৃথক দুটি কেন্দ্র শাসিত অঞ্চলে ভেঙে দেওয়ার পর এটাই হবে কাশ্মীরের প্রথম নির্বাচন।

শুরু নির্বাচনী আচরণ বিধির নিয়মাবলী
এদিকে উপনির্বাচনের প্রথম পর্বটি মার্চের ৫, দ্বিতীয়টি ৭ই মার্চ, তৃতীয় পর্বটি ৯ই মার্চ হবে বলে জানা যচ্ছে। একই সাথে চতুর্থ ও পঞ্চম পর্ব দুটি যথাক্রমে ১২ ও ১৪ই মার্চ হবে বলে জানা যাচ্ছে। তারপর ষষ্ঠ, সপ্তম ও অষ্টম দফার নির্বাচন ১৭,১৮ ও ১৯শে মার্চ হবে বলে জানা যাচ্ছে। এই ঘোষণার সাথে সাথেই কাশ্মীর জুড়ে নির্বাচনী আচরণ বিধি কার্যকরী হয়ে যাচ্ছে বলেও জানা যাচ্ছে।